আমার চোখে অন্ধ আকাশ
মেঘ জমেছে খুব,
মিঠি মিঠি তারার মাঝে
চাঁদ মামাটাও চুপ ।
মনের ভিতর অনেক কথা
বলবো কি আর তাই,
সত্যি হয়ে মিথ্যা তুমি
বলার কিছু নাই ।
ভীষণ ভাবে বলতে তুমি
আসুক যতই ঝড়,
থাকবে পাশে সকল সময়
করবে না তো পর ।
আজব লাগে এখন তোমায়
মিথ্যা ছিলো সব,
পাল্টে গেলে মোহে পরে
প্রপঞ্চনার ভব ।
নাই অভিযোগ তোমার প্রতি
খুজুক তোমায় সুখ,
চারপাশেরই আলোয় তোমার
হাসি থাকুক মুখ ।