ঠক ঠক ঠক ঠক
বুড়ি কাশে খক্ খক্
সারি সারি দলবেঁধে
শীতে কাঁপে বুড়ো বক।
জড়োসড়ো হোলা ব্যাঙ
সর্দিতে মারে ল্যাং
ঢোঁড়াসাপ গাছে ওঠে
কেঁপে কেঁপে তার ঠ্যাং।
কিচিরমিচির কিচিরমিচির
পাখিদের কত্ত ঝাঁক
সন্ধ্যায় যে শিয়ালেরা
মাঝে মাঝে দেয় হাঁক।
সাঁঝরাতে কুকুরেরা
করে শুধু ঘেউ ঘেউ
ঘুমিয়ে পড়ে নতুন বউ
পথ ঘাটে নেই কেউ।