ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে ওয়ান শুটার গান ও আর এক রাউন্ড গুলিলোসহ রফিকুল ইসলাম শুভ ওরফে বান্টা (২১) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বান্টা হরিনাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
বুধবার (১৯ জানুয়ারি) ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জানান মঙ্গলবার ঝিনাইদহ ভোটেনারী কলেজের সামনে টহলের সময় ডিবি পুলিশ দেখে বান্টা পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড লোডকৃত গুলি পাওয়া যায়। বান্টা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার একটি মামলা হয়েছে।