ফেব্রুয়ারি ভাষার মাস
বীর বাঙালির আশার মাস
এ মাস এলে নতুন করে স্বপ্ন দেখে মন
ভাষার প্রতি ভালোবাসা জাগে ক্ষণে ক্ষণ।
ফেব্রুয়ারি শোকের মাস
একইসাথে সুখের মাস
বায়ান্নতে ফেব্রুয়ারির একুশ তারিখেই
ভাষার জন্য আমরা তাজা রক্ত ঢেলে দেই।
ফেব্রুয়ারি বীরের মাস
মানিক রতন হীরের মাস
জব্বার সালাম বরকত শফিউর রফিকের দান
বাংলা ভাষায় আঘাত এলে গর্জে কোটি প্রাণ।
ফেব্রুয়ারি জয়ের মাস
ভয়-ভীতিকে ক্ষয়ের মাস
প্রতিবছর ফেব্রুয়ারির একুশ বিশ্বময়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়।