দর্শনা থানা পুলিশ পৃথক অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়ায়।
এ সময় দর্শনা থানার চৌকস পুলিশ অফিসার এস আই নীতিশ, এ এস আই আবু বক্কর সিদ্দিক ও এ এস আই বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হঠাৎপাড়া পাকা রাস্তার উপর।
এ সময় পুলিশ মুন্সিগন্জ জেলার লৌহজং থানার কনকশাহ গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে নছুমিয়া ওরফে সজল (২২) কে তার দেহ তল্লাশি করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
অপরদিকে গত শুক্রবার দুপুর ১২ টার দিকে ১কেজি গাজাসহ নুর হোসেন (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় গত শুক্রবার দুপুর ১২ টার দিকে দর্শনা থানার চৌকস অফিসার এস আই ইকবাল আহম্মেদ, এ এস আই আবু বক্কর সিদ্দিক, এ এস আই বশির আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দর্শনা মোবারকপড়ার রেল কোলনীতে।
এ সময় পুলিশ মোবারকপাড়ার মৃত্য ইউসুফ হোসেনের ছেলে নৃর হোসেন (৪৫) কে ১ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করে।এ ঘটনায় পৃথক দুটি মাদক আইনে মামলাসহ আদালতে সোপর্দ করে।