আমি মা বলছি
আমার খোকা ঘুমিয়েছে
কত কাল ধরে,
জাগিয়ে দিস তোরা
অপেক্ষায় আছি মা
খোকা ফিরবে একুশ ঘরে।
একুশ ফিরবে খোকা ফিরবে
আহা খোকা ফিরবে
এই বলে কাটে মার বেলা
একুশ ফিরলো তবু খোকা ফিরে নি
মায়ের চোখে অশ্রুর মেলা।
খোকা সেই যে কবে গেলি!
একুশ ফিরেছে তুই ফিরিস নি
মায়ের সাথে করলি কিরে আড়ি?
মা যে তোর বসে আছি
খাবার বেড়ে,
খোকা তোর ঘুম ভাঙ্গলে মা
সব রাগ দেব তাড়ি।
আঁচল দিয়ে ঢেকে মা যে
তোকে নেব বাড়ি
জানিস খোকা আজো তোর রক্তে
মায়ের আঁচল ভেজা,
তোর রক্তের গন্ধ মা এই বাংলায় পাই
প্রভাত ফেরিতে মা তোর প্রতিচ্ছবি দেখি
খোকা তুই কবে আসবি?