মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে চকশ্যামনগর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাষ্ট্র পক্ষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন পুষ্প মাল্য অর্পন করেন। সদর থানা পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেকসহ মুক্তিযুদ্ধারা, এছাড়া আমদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আজ শনিবার সকালে আব্দুর রশিদ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।