মাগো তোমার মেয়ে
চাই না গরম ভাতে ফিশ
আলু ভর্তা দিলেও মাগো
করবোনা আর আমি নালিশ
কষ্ট করে পড়বো মাগো
দোয়া তোমার চাই
তোমার হাতটা আমার মাথায়
সবসময়ই যেন পাই
লোকের কথা শুনে মাগো
ভয় কেন পাও বার বার
আল্লাহ্ যদি সহায় থাকে
ভয় কী আছে তোমার
পাহাড় সমান কষ্ট করো
আমার জন্য তুমি
ভালোভাবে লেখাপড়া করি যেন আমি
তোমার স্বপ্ন পূরণ করতে
রেফার্ড খাবোনা কোনো ইয়ার
বড় মুখে বলবে মাগো
আমার মেয়ে ইঞ্জিনিয়ার