মা শব্দটা অতি মধুর
আমরা সবাই জানি,
মমতাময়ী এই মা যে
এখন ঘাতক জননী।
সত্যি বলছি মিথ্যা নয়
ঘটনা ব্রাহ্মনবাড়িয়া,
পরের ঘরে যেতে চাই মা
স্বামী সন্তান ছাড়িয়া।
ঘটনা শুনে কলিজায় লাগে
দীর্ঘশ্বাসে বলি ইস।
মিস্টির সাথে খাওয়া মায়ে
নিজ সন্তানকে বিষ।
দুই সন্তানের মৃত্যু ঘটে
খেয়ে ঔষধ নাপা।
এরই মাঝে পড়ে যায় দেশে
মূল ঘটনাটা চাপা।
সপ্তাহ না পেরুতে হয় যে
মূল ঘটনার ফাঁস।
সন্তান হত্যায় ঘাতক জননী
পেলো কারাবাস।