ঝিনাইদহের প্রগতিশীল রাজনীতির অন্যতম পূরধা এবং ঝিনাইদহের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের সেবাদানকারী গেরিলা মুক্তিযোদ্ধা মোজাফ্ফর ন্যাপ ও গনতান্ত্রিক পার্টির সভাপতি সর্বজনিন ব্যক্তিত্ব প্রয়াত অ্যাড. রেজাউল করিম সুলতানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাড. রেজাউল করিম সুলতান স্মরণ সভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে শুক্রবার বিকালে এ নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাড. রেজাউল করিম সুলতান স্মরণ সভা বাস্তবায়ন কমিটির সভাপতি পৃথৃীশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাডঃ আজিজুর রহমান।
এছাড়া স্মরণ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্জু, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান খোকা, হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা জাসদের সাবেক সাধারন সম্পাদক ফজলুল রহমান খুররম, এ্যাড.রেজাউল করিম সুলতানের সহধর্মিনী ও উইমেন্স ক্লাবের সভাপতি আফসানা আক্তার শিউলি,ওর্য়ার্কাস পার্টির সভাপতি নিমাই চন্দ্র দে, জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, বাসদের সাবেক নেত্রী তাহেরা বেগম জলি,ওর্য়ার্কাস পার্টির নেতা আজিজুর রহমান সালাম গণ শিল্পি সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও পিপি এ্যাডভোকেট এ্যাডঃ ইসমাইল হোসেন, সিনিয়র আইনজীবী এ্যাডঃ আব্দুল মালেক, অ্যাড. হাফিজ উদ্দিন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা মরহুম অ্যাড. রেজাউল করিম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তৃতা করেন। স্মরণ সভাটি পরিচালনা করেন স্মরণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাড খোন্দকার লিয়াকত আলী।