মেহেরপুরে সদর উপজেলার শিশিরপাড়ার (ঈদগাহ পাড়া) অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মোঃ মজিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার বিকেলে শিশিরপাড়ার (ঈদগাহ পাড়া) মজিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মজিদুল একই এলাকার মোঃ জোয়াদ আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিশিরপাড়ার (ঈদগাহ পাড়া) মজিদুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসত বাড়ির নির্মাণাধীন বাথরুমের লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে।
পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মজিদুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ১শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আবু সাঈদ। মজিদুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।