এস ডি জি ইউনিয়ন গড়ার লক্ষ্য গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদে প্রত্যাশা ভিত্তিক জনঅংশগ্রহণমূলক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ মে) বেলা ১১ টার সময় কাজিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় কর্মশালার আয়োজন করা ।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল।
এসময় কাজিপুর ইউনিয়ন ভিডিডি এর সভাপতি সাহাবুদ্দীন, স্থানীয় পিরতলা সরকারী প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদী, দি হাঙ্গার প্রজেক্টের কাজিপুর ইউনিয়ন সমন্বয়কারী রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
কর্মশালায় কাজিপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ,ও গ্রাম উন্নয়ন দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালা সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন।