জীবনটা যে মূল্যহীন এক
অতীব নিকৃষ্ট
অসহ্য মশার যন্ত্রনায়
জীবনটা অতিষ্ঠ।
সন্ধ্যা হলেই আস্তে-আস্তে
মশারা যায় বেড়ে
মনে হয় যে শকুনির দল
খেতে আসে তেড়ে।
দিনের বেলায়ও শান্তি নেই
যেখানেতে বসি
চর-ছাপ্পরে রাগের মাথায়
দিয়ে দেই যে ঘুষি।
কয়েল স্প্রেতে হয় না দমন
ঘুমে করি লড়াই
ভাবতে পারি কিসের জন্য
করি ক্ষমতার বড়াই?
ছোট্ট একটা কীটের কাছে
মানুষ যে অসহায়
পাপের শাস্তি কত ভয়ঙ্কর
তা কি বুঝতে চাই?