মেহেরপুরে হেরোইন রাখার মামলায় মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস ।
সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়া পাড়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে।
সোমবার বিকেলের দিকে এ রায় দেন বিচারক রিপতি কুমার বিশ্বাস। তবে, আসামী মতিয়ার রহমান পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ১৪ মে গাংনীর র্যাব -৬ এর এস আই আবুল কালামের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব – ৬ এর একটি দল ছাতিয়ান গ্রামের মতিয়ার রহমানের বাড়ি অভিযান চালান। ওই সময় মতিয়ার রহমানকে আটক করার পর তার নিকট থেকে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
ওই ঘটনায় এসআই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার টেবিলের ১(খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর কেস নং ৩১২/১২ সেশন নং ১১৫/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি মতিউর রহমান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার টেবিলের ১(খ) ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ১০ হাজার টাকা জরিমানা।
অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মতিউর রহমান পলাতক থাকায়, সে আটকের দিন থেকে তার সাজার মেয়াদ গননা শুরু হবে। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে এডভোকেট রাশেদুল হক জুয়েল কৌশলী ছিলেন।