পানির নিচে ডুবে গেছে
রাস্তা লোকালয়,
তারই সাথে ডুবে আছে
ফসল বিদ্যালয়।
নাই তাদের থাকার মতো
জায়গা খানি আজ,
অসহায়ত্ব মুখে
চোখে পড়ছে ভাজ।
চোখের সামনে যাচ্ছে ভেসে
প্রিয় জিনিস গুলো,
দিনের পর দিন বাড়ছে পানি
সব তো চলে গেলো।
বান ভাসিদের ক্ষমা করো
ওগো দয়াময়,
এমন গজব আর দিও না
তোমারই ধরায়।