বানভাসির সকল স্বপ্ন
আজ ভেঙে চুরমার
বানের স্রোতে ভাসছে
তাদের ঘর দুয়ার।
রাক্ষসী জল কেড়ে নিল
বানভাসির সব কিছু
কোন ভাবেই ছাড়ছে না
মৃত তাদের পিছু।
কষ্ট গুলো খেলা করে
তাদের চোখের কোণে
সারারাত জেগে থাকে
ওরা স্যাঁতসেতে বনে।
কিছুই নেই বানভাসির
ঘুরে দাঁড়ানবার
যেদিকে চাই সেদিকে শুধু
হাহাকার আর হাহাকার।
সবকিছু ভুলে এসো ভাই
তাদের জন্য কিছু করি
মানবতার দুয়ার খুলে
তাদের হাতে হাতটি ধরি।