মেহেরপুর সদর উপজেলার বারাদী-যতারপুর সড়কে গরুর গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই জন আহত হয়েছেন।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের মাঝপাড়া এলাকার মুকলেছুর রহমানের ছেলে তুর্য(১৭) ও আব্দুর রশিদের ছেলে লিখন হোসেন (২৫)।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরের দিকে টুঙ্গি-গোপালপুরের গ্রামের মাঝ খানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত লিখন জানান, আমরা মোটরসাইকেল যোগে গোপালপুর থেকে টুঙ্গি যাচ্ছিলাম। গ্রামের মাঝ খানে পৌছানো মাত্র বিপরীত থেকে আসা একটি গরুর গাড়ির সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তি খাদে পড়ে যায়।
মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ সবুজ আহমেদ জানান, আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা আশংকামুক্ত।