দর্শনা পৌরসভার বাজার সংলগ্ন আজমপুর গ্রামে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা ঘরের মধ্যে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়েছে।
এ দুধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে দর্শনা আজিমপুরের আয়াত আলীর বাড়ি। এ ঘটনায় দর্শনা থানায় করা হয়েছে সাধারন ডায়েরী। জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আজিমপুরের (আল্লাহরদান হোটেলের পিছনে) গ্রামের বাসিন্দা মৃত শরবত আলীর ছেলে দর্শনা রেল বাজারের মৌ কনফেকশনারী ফাস্টফুডের মালিক আয়াত আলী বাড়ি গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে একদল চোর চক্র হানা দেয়।
এসময় চোরেরা তার বাড়ি অভিনব কায়দায় প্রবেশ করে বসতঘরের শয়ন কক্ষের ডেসিন টেবিলের ড্রয়ারের মধ্য থেকে নগদ ৩৫ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ২ টা এ্যানড্রোয়েট মোবাইল ফোন চুরি করে নির্বিগ্নে পালিয়ে যায়।
বাড়ির গৃহকর্তা আয়াত আলী জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে জেগে উঠে দেখতে পাই ঘরের আসবাবপত্র সহ অন্যান্য মালামাল এলোমেলো ভাবে পড়ে রয়েছে। এতে বুঝতে পাড়ি রাতের কোন এক সময় ঘরের মধ্যে চোরেরা প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ চুরির ঘটনায় দর্শনা থানায় একটি সাধারন ডায়েরী করেছে আয়াত আলী।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর ধরতে অভিযান চালানো হচ্ছে।