দর্শনায় নাইটগার্ডকে বেঁধে রেখে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছাটাংগা মাঠে এ চুরির ঘটনা ঘটে।
এসময় চুরি কাজে বাঁধা দেওয়ায় আরাম ব্রীকসের দুই নাইটগার্ডকে বেঁধে রাখা হয়। এ চুরির ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছাটাংগা মাঠে ১০/১২ জনের সঙ্গবদ্ধ একদল চোর চক্র হানা দেয়। এসময় সঙ্গবদ্ধ চোরেরা সেখানে থাকা পল্লী বিদ্যুত বিভাগের একটি খুটির উপরে থাকা ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়।
এতে সেখানে থাকা আরাম ব্রীকসের দুই নাইটগার্ড দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বিশারত (৬৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের কামাল হোসেন কামু (৪৫) চোরদের চুরি কাজে বাঁধা প্রদান করেন।
ফলে চোরেরা দুই নাইটগার্ডকে দড়ি দিয়ে বেঁধে রেখে ইট ভাটার অফিস ঘরের মধ্যে আটকে বিদ্যুত খুটির উপর থাকা ১৫ কেবি ওয়েটের ৩টি ট্রান্সফরমা চুরি করে নীচে নামিয়ে তাতে থাকা মূল্যবান জিসিসপত্র নিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালের দিকে কয়েকজন শ্রমিক কাজে যায় আরাম ব্রীকসে। এসময় ঘরের মধ্যে নাইটগার্ড দ্বয়কে হাত বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে মুক্ত করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দর্শনা থানার সেকেন্ড অফিসার এস,আই আহম্মদ আলী সহ থানার অফিসার ও ফোর্স।
উলেখ্য, গত ১ মাস পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া মাঠ থেকে বৈদুতিক খুটি হতে পল্লী বিদ্যুতের ২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
দর্শনা পল্লী বিদ্যুত জোনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকতা (এজি,এম কম) শামীম উদ্দিন বলেন, এতে করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।