মুজিব তুমি বঙ্গভূমি
লাল-সবুজের হাসি,
মুজিব তোমায় হৃদয় থেকে
আমরা ভালোবাসি।
মুজিব তুমি মহানায়ক
স্বাধীনতার ঘোষক,
তোমার ভয়ে দূর হয়েছে
পাকিস্তানি শোষক।
মুজিব তুমি উন্নত শির
পতাকাতে মিশে,
তোমায় ছাড়া পথ চলিলে
আমরা হারাই দিশে।
মুজিব তুমি জড়িয়ে আছো
সোনার দেশের বুকে,
তোমার জন্য ধন্য জাতি
থাকছি মহাসুখে।