একদিন এসো প্রিয়া
যমুনার তীরে আমার অজো পাড়া গাঁয়ে
চারিদিক বর্ষার জলের প্লাবন
জলে ভাসা শাপলা শালুক
তোমাকে জানাবে স্বাগতম।
আম কাঠালের বাগান ঘেরা
আমার ছোট্ট একটি ডেড়া
বাড়ির চারপাশে জলে ভরা
প্রতিক্ষায় থাকবো দাড়িয়ে
কাঁদা মাটি জলের উঠোনে ।
এসো প্রিয়া
বরষার পাগলা হাওয়ার বাদল দিনে
ঝড়ো ঝড়ো বরিষণে জলমগ্ন চারিধারে
কদম কেয়া শিউলী বেলী আঁখি খোলে
মিষ্টি সুবাস ছড়ায় আঙিনায়
ভ্রমর গুন গুনিয়ে গান শোনায়।
শ্বেত শুভ্র ফুলের বরণ ডালা
তোমার গলে পরাবো সে মালা
হাতে হাত ধরে ভিজবো দুজনে
বরষার জলের সিঞ্চনে।