শুভ্র মেঘে আকাশ ভরা
দেখতে ভালো লাগে
তাইতো শরৎ আসে যখন
শান্তি মনে জাগে।
প্রকৃতি খুব সাজে ভালো
শরৎ যখন আসে
বিলে দেখি শাপলাগুলো
কি যে দারুণ ভাসে।
নদীর তীরে কাশের মেলা
দেখি নয়ন ভরে
প্রকৃতির ওই আয়োজনে
মন টিকেনা ঘরে।
দূর্বাঘাসে শিশির বিন্দু
মন ভরে যায় সুখে
শরৎ ঋতুর রূপের কথা
সবার মুখে মুখে।
হাসি খুশির তালে তালে
কাটে শরৎ বেলা
রাত্র হলে আকাশ জুড়ে
শুধু তারার মেলা।