মনের আঙিনায় অবাধে সঞ্চরণ করে নীলচোখা কেউ
পরীর ডানায় ভর করে রূপবতী চাঁদ নেমে আসে
সুতোকাটা বুড়ির কুঁড়েঘরে,
শেফালি ফুলের সুগন্ধি মেখে মৌমাছি ওড়ে সুরের মূর্ছনায়।
প্রাত্যহিক জীবনকে নতুনরূপে সাজাতে হিমশিম খায় যুবক
বৃথা যায় ভরা নদীর কিনারায় পৌঁছানোর প্রাণপণ চেষ্টা
পত্রিকার শিরোনামে যোগ হয় ব্যর্থতার গল্প
অতঃপর শান্তি খোঁজে নিঃশব্দে অন্তরালে।