এই সময়ের ছেলেমেয়ে খেলা গেছে ভুলে,
খাতা কলম পড়ে আছে দেখে না তো তুলে।
তাদের মনে ভীষণ জ্বালা,
পরছে তারা ফুলের মালা।
পড়ালেখা খেলার সাথে নেই তো কোনো মূলে,
এই সময়ের ছেলেমেয়ে খেলা গেছে ভুলে।
পিতামাতার কথা ছেড়ে চলছে অন্য পথে,
দুদিন পরে তাদের জীবন যাবে খারাপ মতে।
সময় থাকতে হওযে ভালো,
মুছে ফেলো যত কালো।
হেলায় খেলায় না যে চলে আসো পড়ার কূলে
এই সময়ের ছেলেমেয়ে গেছে খেলা ভুলে।
পড়ালেখা খেলাধুলা হয় না আগের মত,
আসল কর্ম ভুলে গিয়ে মন্দ করে যত।
ফ্যাশন করে জামা পরে,
বাইক দিয়ে রাস্তায় মরে।
সুযোগ পেলে মাঠেঘাটে সেলফি তারা তুলে,
এই সময়ের ছেলেমেয়ে খেলা গেছে ভুলে।