মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে। জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ( সেলিম)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, আঃ বাকী, জেলা জাতীয় পার্টির যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান মিলন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির তথ্য সম্পাদক মোঃ শফিউল ইসলাম, গাংনী পৌর শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরজ আলী, জাতীয় পার্টির নেতা মোঃ সেলিম আহম্মেদ, মোঃ কুমকুম হোসেন, মোঃ এমদাদ হোসেন প্রমুখ। এর আগে একটি র্যালী গাংনী শহর প্রদক্ষিন শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন