মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে
শিশু সংগঠন অংকুরের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কর। সোমবার সূর্যদ্বয়ের সাথে সাথে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ।পালন করেছে মহান বিজয় দিবস শিশু সংগঠন অংকুরের কর্মীরিরা।
এসময় উপস্থিত ছিলেন শিশু সংগঠন অংকুরের সভাপতি মো: নাসিম রানা বাঁধন,
সাধারণ সম্পাদক জাবির আল সাবা, সহ – সভাতি ফারদিন, সাজু, যুগ্ম সম্পাদক মো: হিমেল বিশ্বাস, রিওন
সাংগঠনিক সম্পাদক সাকিব আবরার ইনান, উল্লাস, সহ সাংগঠনিক সসম্পাদক তানভীর, প্রচার সম্পাদক সুমন, উপ-প্রচার সম্পাদক নিলয়।
এছাড়া ও উপস্থিত ছিলো অংকুরের সংগঠক পিয়াল, জ্যোতি, আখিঁ, সহ কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে।