নারী ও শিশু নির্যাতন, চুরি, মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৬ আসামি গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
এরা হলেন, বাড়ি ঘর ভাঙচুর ও মারামারি অভিযোগে দায়ের করা মামলা নং ৩১, তারিখ ২৮/১১/২০২২ এর অভিযুক্ত আসামি গাংনী উপাজেলার হাড়াভাঙ্গা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে সেলিম রেজা, আব্দুল হালিম, আব্দুল্লাহ আল হাসিব সরব, এই উপজেলার নারী ও শিশু নির্যাতন দমণ আইন মামলা নং ৩০, তারিখ ২৭/১১/২০২২ এর আসামি ঝোড়পাড়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে মুসফিকুর রহমান টোকন, গাংনী থানার চুরির মামলা নং ১৫. তারিখ ১১/১১/২২ ইং এর আসামি গাংনী মহিলা কলেজপাড়া এলাকার আবুল কালামের ছেলে শান্ত, এছাড়া বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মমলায় গাংনী পৌর সভার সাবেক কাউন্সিলর ও যুবদলের গাংনী উপজেলা শাখার আহবায়ক সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।