আর বাকী কয়েকদিন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে ২০২২। আগামি (৩১ ডিসেম্বর) সূর্যাস্ত আরেকটি খ্রিস্টীয় বছরের সমাপ্তি ঘটবে। নতুন ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর-২০২৩।
দীর্ঘ একটি বছরের (২০২২) বেশিরভাগ সময় আলমডাঙ্গা ছিলো করোনা মুক্ত । করোনা ছাড়া বছরটি আলোচিত ছিলো সড়ক দুর্ঘটনা, হত্যা ও আত্মহত্যায়।
এছাড়াও নুডুলস চুরি, মেয়ে প্রেম করায়- বাবার তুলে দিলো রশি, বিএনপির ইফতার মাহফিলে আওয়ামীলীগের হামলা, পুলিশের ধাওয়ায় নদীতে জুয়াড়ির ঝাঁপ- ডুবে মৃত্যু, সিগন্যাল দেওয়ার পরও মালবাহী ট্রেন না থামানোয় সহকারী চালককে মারধর, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুইজনের মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় চাঞ্চল্যকর অবস্থার মধ্য দিয়ে ২০২২ সাল। এছাড়াও ঠিকাদারকে কুপিয়ে হত্যা, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা ও বয়স্ক স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা জুড়ে আলোচনায়।
সেচ্ছাসেবকলীগ নেতা, ব্যবসায়ী ও ডাবল মার্ডার : আলমডাঙ্গা থানায় ২০২২ সালে ৬টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদায়ী বছরের শুরুতে আলমডাঙ্গায় চাঞ্চল্য সৃষ্টি করে ব্যবসায়ী মার্ডার। গত ৮ মে রাত ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলায় জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে। তিনি বিএনপির সাবেক নেতা ছিলেন। বর্তমানে ঠিকাদারির কাজ করতেন। হত্যার দুদিন পর জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে র্যাব।
চাঞ্চল্যকর এ ঘটনার রেশ শেষ হতে না হতেই ৪মাসের মাথায় (১৬ সেপ্টেম্বর) পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্ততরা। নিহত ইমরানের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক লীগে সাধারন সম্পাদক ইমরান হত্যার ঘটনায় দফায় দফায় আন্দোলন করে নেতাকর্মী ও স্থানীয়রা। এঘটনায় গোবিন্দপুর গ্রামের সাকিবকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকারী সাকিবের স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে জেল হাজতে পাঠায় আদালত।
ইমরান হত্যার রেশ কাটতে না কাটতেই আবারো পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় ঘরের তালা ভেঙে এক বৃদ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
পুলিশের প্রাথমিকভাবে ধারনা করে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানায় হাত বাঁধা অবস্থায় বৃদ্ধ নজির উদ্দিনের এবং ঘরের ভেতরে তার স্ত্রী ফরিদা খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে।
ডাবল মার্ডারের ঘটনায় সিআইডি,ডিবি,র্যাবসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তাদের গ্রেফতার করে পুলিশ।
হত্যার কান্ডের ৫ দিনপর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগসহ বিভিন্ন জিনিস।
গ্রেফতার চার জন হলো– আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বজলু রহমানের ছেলে সাহাবুল (২৪), একই গ্রামের মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ (২৩), পিন্টু রহমানের ছেলে রাজিব (২৫) এবং তাজ উদ্দিনের ছেলে শাকিল (২১)। তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করে আদালত।
সর্বশেষ আলোচ্য আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে রাহেলা খাতুন (৮৯) নামের এক বৃদ্ধাকে মারপিট করে হত্যার অভিযোগ ওঠে। (৩০শে নভেম্বর) বুধবার বিকালে পুলিশ বৃদ্ধার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বৃদ্ধার ছেলে, ছেলের স্ত্রী ও এক নাতিকে আটক করে পুলিশ।
আত্মহত্যা : সদ্য বিদায় হওয়া বছরে আলমডাঙ্গায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে একের পর এক আত্নহত্যা। বিদায়ী ২০২২ সালে আলমডাঙ্গা থানায় বিষপান, গলায় রশিসহ সড়ক দুর্ঘটনায় ৬৮ জন মারা গেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার লম্বা সারিতে পরিণত হয়েছে।
অপমৃত্যুর তালিকায় আলোচিত ঘটনাটি গত (৭ সেপ্টেম্বর) আলমডাঙ্গায় তাস খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ এক যুবকের মৃত্যু হয়।
নদীতে নিখোঁজের এক দিন পর ওই যুবকের মরদেহ উদ্ধার করে খুলনার ডুবুরি দল ।
এঘটনায় উপজেলা থেকে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এছাড়াও আলমডাঙ্গার কাবিলনগর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর তরিকুল ইসলাম নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা। তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। নববিবাহিত বধূ বিয়ের এক মাস পরেই তরিকুলের সাথে আর সংসার করবে না জানিয়ে দিলে তিনি অভিমান করে আত্মহত্যা করে।
চুরি: বছরের শুরুতে গত ২ ফেব্রুয়ারি আলমডাঙ্গায় চুরির অভিযোগ তুলে দোকানের খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় এক যুবককে নির্যাতন করে। যুবককে খুঁটিতে বেধে মারপিটের ঘটনাটি বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়। মুহুর্তেই জেলা-উপজেলায় ব্যাপক হই হুল্লোর শুরু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত দোকান মালিককে আটক করে।
এদিকে ৭ মাস পর আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার একটি বাড়ি থেকে গত (৮নভেম্বর) চুরি হওয়া সাত ভরি স্বর্ণালংকার কুষ্টিয়ায় চোরের বাড়ি থেকে অর্ধেক ও বাকিটা এক জুয়েলারী দোকান থেকে উদ্ধার করে পুলিশ।
চুরির ১৮ ঘন্টার মধ্যে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য আটকসহ চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। স্বর্ণালংকার উদ্ধারে নেমে পুলিশ জানতে পারে পঞ্চান্ন বছর বয়সি জাহানারা বেগম ও তার মেয়ে পলি খাতুন বৃহত্তর কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় কৌশলে বাড়িতে ঢুকে স্বর্নালংকার চুরি করে কুষ্টিয়ার চৌড়হাঁসের সোহাগ জুয়েলার্সে বিক্রি করে ।
অন্য দিকে, আলমডাঙ্গায় মালেশিয়া প্রবাসীর বন্ধু পরিচয় দিয়ে তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হওয়ার ১২ ঘন্টা পর পুলিশ উদ্ধার করে। আটক করা হয় দামুড়হুদা উপজেলার রামনগর মাঝের পাড়ার মৃত ইলিয়াছ আলীর ছেলে আল-আমিনকে।
২২শের বিষে প্রশসংশিত পুলিশ : চলতি বছরের নানা ঘটনা-দুর্ঘটনা আলোচনায় তো ছিলোই, উপরন্তু এ বছর ২০২২-এর বিষের মধ্যেও পুলিশের ভুমিকা ছিলো গুরুত্বপূর্ণ।
আলমডাঙ্গা থানা পুলিশের কাছে বিশেষভাবে আলোচিত ২০২২ সাল। যা পরিলক্ষিত ভাবে সকল হত্যা, আত্নহত্যা ও চুরিকৃত মালামাল উদ্ধারকৃত ভুমিকা পালনে প্রশসংশিত হয়ে ওঠে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গায় ২০২২ সালের ঘটনাটি গুলো পুলিশ গুরুত্ব-সহকারে তদন্তের মাধ্যমে উপযুক্ত সমাধান করেছে। পুলিশ জনগণের দৌড় গোড়ায় কাজ করছে। বিটপুলিশের মাধ্যমে বিগত দিনের চাইতে আইনশৃঙ্খলা সুষ্টু রেখেছে।