দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবদুল্লা আল মামুনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
জানাগেছে সোমবার বেলা ৩ টার দিকে অভিযান চালায় বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্ম পাড়ার মিলনের বাড়ির সামনে।দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে, দর্শনা থানার এস আই তাইফুজ্জামান, এ এস আই তুহিন হোসেন, এ এস আই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায় আকন্দবাড়িয়া মিলনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর। এ সময় পুলিশ আব্দুল্লাহ আল মামুন (২৮)কে দেহ তল্লাসী করে ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
সে দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর মসজিদপাড়ার রায়হান উদ্দিন, ছেলে।
গ্রেফতারকৃত আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।