আলমডাঙ্গার নতিডাঙ্গায় ১ মাস পার না হতেই আবারো কাফনের কাপড়সহ চা দোকানিকে হুমকি স্বরূপ চিরকুট পাঠিয়েছে দুর্বৃত্তরা। নতিডাঙ্গা আবাসনস্থ নিজ চায়ের দোকানে বাজারের ব্যাগের ভিতর সাদা কাফনের কাপড় ও চিরকুট দেখতে পায়। এঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জামসেদ আলী বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।
ভুক্তভোগী উপজেলার নতিডাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে জামসেদ আলী।
অভিযোগ সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা আবাসনের বাসিন্দা মৃত সিদ্দিক আলির ছেলে জামসেদ আলির সাথে কাবিলনগর গ্রামের বিশারত আলির ছেলে মিল্টুন আলি, মিল্টনের স্ত্রী লিমা খাতুন, মৃত নুরি মালিথার ছেলে হালিম মালিথা, হালিম মালিথার স্ত্রী তানিয়া খাতুনের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে।
গত কয়েকদিন পূর্বে তারা মারপিট করার হুমকি দিয়ে আসছে। এমন ঘটনার পর আজ মঙ্গলবার সকালে জামসেদ আলি তার চায়ের দোকানের মধ্যে বাজারের ব্যাগ দেখতে পায়। ব্যাগের মধ্যে হুমকি স্বরূপ সাদা কাফনের কাপড় ও চিরকুট পায়। এতে লেখা আছে ” জোমসেদ তুমি হালিমদের কিছু বলবা না হালিমদের কিছু বললে তুমার সমস্যা হবে”। এমন চিঠি ও সাদা কাফন রাখার ঘটনায় জামসেদ বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।