মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এস আর ইটভাটার পশ্চিমে গমক্ষেত থেকে বস্ত্রবিহীন এক মধ্য বয়সি নারীর উদ্ধার করা মরদেহের পরিচয় সনাক্ত হয়েছে।
নিহত ওই নারী গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল আজিজের মেয়ে বুলুয়ারা। তার বয়স ৩৩ বছর।
সোমবার দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে মুজিবনগর থানা পুলিশ।
বালিয়াঘাট গ্রামের স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঐ নারীর নাম বুলুয়ারা খাতুন (৩৩) গাংনীর বামুন্দি ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল আজিজের মেয়ে। নিহত
বুলুয়ারা খাতুনের প্রথম বিয়ে হয় ওই গ্রামেরই হেফাজ উদ্দিন এর ছেলে আব্দুস সালামের(৪০) সাথে। ওই পক্ষের আকাশ নামের একটি ছেলে সন্তান আছে। পারিবারিক কলহের কারণে সে বিয়ে বিচ্ছেদ হয়। পরে বুলুয়ারা খাতুনের ২য় বিয়ে হয় বামুন্দি নিশিপুর গ্রামের রফিকুল ইসলামের সাথে। ওই ঘরেও একটি সামিয়া নামের একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী রফিকুল ইসলামের অকাল মৃত্যু হওয়ার পর তৃতীয় বিয়ে হয় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে আহসান আলীর সাথে। তবে যে কোন কারণে বুলুয়ারার প্রতি বাবা আজিজুলের মান অভিমান চলে আসছে। গতকাল সন্ধ্যায় মেয়ের মৃত্যুর খবর জানার পরও অভিমানে লাশ সনাক্ত করতে যায়নি বলে জানা গেছে।
বুলুয়ারা খাতুনের লাশের প্রাথমিক সনাক্তের কথা স্বীকার করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বামন্দী ক্যাম্প ইনচার্জ বিষয়টি নিয়ে কাজ করছে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার সকালে সবাই যে যার মতো কাজে কর্মে চলে যায়। এ এলাকায় কাজ করতে যাওয়া কিছু কৃষকেরা গম ক্ষেত এলোমেলো দেখে ক্ষেতের মধ্যে ঢুকে দেখে বস্ত্রবিহীন এক নারীর মৃতদেহ দেখে। পরে স্থানীয়রা মুজিবনগর থানা পুলিশ কে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে।