মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
রাত ১২ টা ১ মিনিটে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হক, সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ, ৪ নং ওয়ার্ডের সভাপতি আসাদুল হক মুন্টু ও সাধারন সম্পাদক খায়রুজ্জামান টুটুল,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, আমঝুপি পাবলিকক্লাব ও ইমরুল একাডেমি ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ, মাসুদুর রহমান ও শহিদুল ইসলাম সাগর।