দেশ থেকে জলাতঙ্ক নিমূলে কুকুরের উপর টিকা কার্যক্রমের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ কমল পাল সাগর, মেডিকেল অফিসার তানভীর জামান প্রতীক,স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি প্রকল্পের সুপার ভাইজার সিডিসি ইশতিয়াক ইসলাম ও নাঈম হালিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ৫ ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধিরা, গণমাধ্যমে কর্মীরাও।
সভায় বক্তারা বলেন, করোনার আগে কুকুরের এ টিকা দেয়া হয়েছিল। করোনার কারনে দুই বছর তা বন্ধ হয়ে যায়। এখন থেকে নিয়মিত কুকুরকে এ ভ্যাকসিন দেয়া হবে।
এ সময় তারা কুকুর ও কুকুরের ভ্যাকসিনের উপকারীতা তুলে ধরেন ওই প্রকল্পের সুপারভাইজার।