মেহেরপুরের গাংনীর মাঠপাড়ায় গোসল করতে গিয়ে সেচপাম্পের বেল্টের সাথে আঘাতে আহার আলী (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় দিকে মৃত্যুর ঘটনা ঘটে। আহার আলী মাঠপাড়ার আজিবার মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত আহার আলীর ভাগ্নে রাকিবুল ইসলাম জানান, তার মামা আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গেলে হঠাৎ পা পিছলে সেচপাম্পের মোটরের বেল্টের উপর পড়ে যায়। এতে সেচ পাম্পের বেল্টে মাথার পেছনে আঘাত লাগে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।