মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটা মালিকদের নোটিশ প্রদান করেন। ইটের কাজে জন্য মাটি পরিবহনের সময় সরকারী রাস্তাতে মাটি পড়ার কারণে জন সাধারনের চলাচলের ক্ষেত্রে জনদূর্ভোগ ও জন নিরাপত্তা হীনতা সৃষ্টি হচ্ছে।
যাহা ফৌজদারী কার্যবিধি -১৮৯৮ এর- ১৩৩ ধারা মোতাবেক অপরাধ।
গাংনী উপজেলার বিভিন্ন রাস্তার ব্যবহারের করে থাকেন ইটভাটা মালিকরা। মাটি পরিবহনের জন্য ট্রাকটর ব্যবহার করে থাকে সে সময় রাস্তার উপর পড়া মাটি। সামান্য বৃষ্টি হলে রাস্তায় চলাফেরা জন দূর্ভোগের মাত্র আরো বেড়ে যায়।
গতকাল শুক্রবার সকাল ১১.৩০মি সময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ও গাংনী থানা পুলিশের এস আই হাবিব, সহ বাঁশবাড়ীয়া ও চিৎলা রাস্তার পার্শ্বে ভাই ভাই ব্রিকস, আনারুল ব্রিকস অভিযান চালান ও নোটিশ প্রদান করেন।
এবং ভাটামালিকদের রাস্তা পরিস্কার রাখিবার জন্য অনুরোধ করেন।
-আল-আমীন, গাংনী