রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ও কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আবু হাসান লিটনের ব্যাক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল কুষ্টিয়া শহরতলীর বিভিন্ন এলাকায় শতাধিক ইফতার সামগ্রীর প্যাকেটের বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সভাপতি রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আবু হাসান লিটনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংগঠনের বেশ কয়েকজন সদস্য প্রতিদিন ইফতারের আগ-মুহুর্তে পৌঁছে দিচ্ছেন ইফতারে প্যাকেট। প্রতি প্যাকেটে পানির বোতলসহ মুড়ি, ছোলা, পেঁয়াজু, বুন্দিয়া, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর ও অন্যান্য ফল রাখা হয়।
রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ও জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান লিটন বলেন, এবছর ইফতারের শুরু থেকেই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের আশেপাশের মসজিদ ও অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এই রমজানের শুরুতেই এইভাবে প্যাকেট করা ইফতার সামগ্রী ইফতারের আগ মুহূর্তে রাখার উদ্যোগ নিয়েছি। এতে করে সুবিধাবঞ্চিত মানুষের কিছুটা হলেও উপকারে আসবে। এটি পুরো রমজান জুড়েই চলমান থাকবে বলেও জানান তিনি।