চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী পৃর্বাশা পরিবহন ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পৃর্বাশা পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয় সাগর (২৬)। আহত হয় ৯ যাত্রী।উদ্ধার কাজের সময় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভীস ও সিভিল ডিফেন্সের এক কর্মী আহত হয়।আহতের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে গতকাল সোমবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায় পৃর্বাশা পরিবহনের এসি ঢাকা মেট্রো ব- ১৫-৫২৪২) পরিবহন বাসটি।চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের বদরগন্জ বাজার এলাকায় পৌছে রয়েল পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে বাসটি পড়ে যায়।এতে ঘটনাস্থলে নিহত হয় দর্শনা পৌরসভার ইসলামবাজারের বাবু কসাইয়ের ছেলে সাগর (২৬)।
আহত হয় দর্শনা পুরাতন বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ছেলে রনি (৩৮) দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের পোলতাপাড়া ইউনিয়নের গ্রামের আলতাব হোসেনের ছেলে শাহাবুল হক(৫৫) আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গুপীনগর গ্রামের মন্ডল পাড়ার নৃর ইসলামের ছেলে আল আমিন (২৫) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শেখ পাড়ার ফরজ আলীর ছেলে মিরাজ (২৬) জীবনগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের দিদার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আকসেদ আলীর ছেলে পিনা ইসলাম (৫৫) চুয়াডঙ্গার সুমিরদিয়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মেহেরুন নেছা (৪২) ও ঢাকা মোহাম্মাদপুর এলাকার মহাসিন তালুকদারের ছেলে তাকি তালুকদার (২৮) আহত হয়।এছাড়া উদ্ধার কাজের জন্য বাসের জানালা কেটে উদ্ধার কাজের সময় আহত হয় ফায়ার সার্ভীসের হুসেন আলী।বাসের যাত্রী রনি বলেন বাসটির গতি বেশি ছিলো। রয়েল পরিবহনকে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে বাসিটি খাদে পড়ে যায়।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ আব্দুল কাদের বলেন বাস দৃর্ঘটনায় যারা আহত হয়েছে ৯ জন তার মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। এর মধ্যে নাহিদ ফৈরদৌসকে ভর্তি রাখা হয়েছে। নিহত সুপারভাইজার সাগরের জনাজা শেষে মোবারকপাড়া কবরস্থানে দাফন সম্পর্ন হয়েছে।