দৃষ্টিভঙ্গি বদলাবো মানুষের মত মানুষ হবো এই শ্লোগানে মুজিবনগর শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে কেদারগন্জ বাজার প্রাঙ্গনে ২৫০ জন মানুষের মাঝে এ সকল কম্বল বিতরন করা হয়।
ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজেদ আলী খান এর সভাপতিত্বে উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী। সংগঠনটির সাধারন সম্পাদক জাহিদ হাসান রাজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম।
এ সময় জেলা পরিষদ সদস্য আজিমুল বারী মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পালু,বিশিষ্ঠ সমাজসেবক হাসানুজ্জামান লাল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।