বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুর হাতে কামড় দিয়ে মাংস তুলে নিলেন তার ওয়ার্ডের ভোটার সকিনা খাতুন। আহত ইউপি সদস্য আলমগীর হোসেনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামে গতকাল শনিবার বিকালের দিকে।
প্রত্যক্ষদর্শিরা জানান, যাদবপুর গ্রামের দুলাল অবৈধভাবে রাস্তার উপর বাঁধ দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করে। এতে স্থানীয়রা এর প্রতিবাদ জানান। ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুকে স্থানীয়রা খবর দিলে লাল্টু সেখানে গিয়ে রাস্তার উপর বাঁধ সৃষ্টি করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে দুলালের স্ত্রী সকিনা খাতুন ইউপি সদস্য আলমগীর হোসেনের হাত কামড়ে মাংস তুলে নেন। পরে আলমগীর হোসেনের চিৎকারে প্রত্যক্ষদর্শিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এঘটনার পর পরই উত্তেজিত জনতা সেই বাঁধ ভেঙ্গে গুড়িয়ে দেন।