এক্স ডট কম এখন সরাসরি টুইটারে নিয়ে যায়। ইলন মাস্ক জানিয়েছেন কদিন পরেই বার্ডের বদলে এক্স লোগো দেখা যাবে। এ নিয়ে তাকে কিছুদিন ধরেই তৎপরতা চালাতে দেখা গিয়েছে। এবার তা প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা পেলো।
জানা গেছে ২৩ জুলাই মাস্ক ইমেইলের মাধ্যমে কর্মীদের জানিয়েছিলেন টুইটারের নাম বদলে এক্স রাখা হবে। টুইটার প্রতিষ্ঠানের নামও এখন এক্স করপোরেশন করা হয়েছে। তাই নাম বদলে ফেলাটাই স্বাভাবিক।
নামটি অস্বাভাবিক মনে হলেও মাস্কের মতোই। এক্স মূলত পেপ্যালের আদি নাম। আবার মাস্কের স্পেসএক্স প্রতিষ্ঠানেও এই অক্ষর আছে। শুধু তাই নয়, টেসলার একটি এসইউভি’র নামেও এক্স রয়েছে। টুইটারের নাম বদলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বলতে চায় তারা আগের মতো আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বদল আসছে।
সূত্র: ইত্তেফাক