মেহেরপুরে “গর্জে ওঠো মেহেরপুর” নামের আরো একটি স্বেচছাসেবী সমাজ কল্যাণ মূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শুক্রবার বিকালে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ ফরিদ আহমেদ এবং মনারুল ইসলাম উপস্থিত থেকে সংগঠনের সুচনা করেন।
সংগঠনের সভাপতি হিসাবে মো: বিপ্লব রেজা, সাধারণ সম্পাদক হিসেবে মো: রলিপ হাসান, সহ-সাধারণ সম্পাদক নিলুফার ইচ্ছমিন নাইস, সাংগঠনিক সম্পাদক আফিপ, নারী বিষয়ক সম্পাদক হিসেবে রিফা খাতুনের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ দের মধ্যে রয়েছেন আজিজুল হাকিম, মো: মাফুজ, লামিয়া ইসলাম যূথী, মিলি খাতুন, মীর লাবণী, জান্নাত আক্তার ডানা, মো: মিদুল হাসান, প্রজ্জল, মো: আল হেলাল অন্তর, জুবায়ের আল নোমান, মো: হাসানুজ্জামান বিজয়, আপন, মো: হাসান, সম্পা, মো: অনিক চৌধুরি, মো: নাফিজ ইকবাল, তালহা, রাজু, তামিম, মান্না, সাজিদ, আবিদ, জিহাদ, সাব্বির, রাফি, বিতণ, মো: মাসুম বিল্লাহ, মাইমুনা রহমান মুনা, মোছা: আন্নি, মোছা: শাহিন আফরোজ, ফারিহা ইয়াসমিন তিথি, মোছা: সুমাইয়া আক্তার, মোছা: বন্যা পারভীন, মহাসারা মুস্তারি মুনমুন, মোছা: ফাতেমা আক্তার, মাটিনা মন্ডল, ফারিয়া আফরিন,আকসা পারভীন, মো: রাহাত হাসান, মো: নাঈম ইসলাম সিয়াম, সাঈদ।
সংগঠনের নব গঠিত কমিটির সভাপতি জানান, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- দরিদ্র শিশুদের বই-খাতা আর্থিক সহযোগিতা, নারী ও শিশুর অধিকার রক্ষা করা, প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, ব্লাড ডোনেট, বৃক্ষরোপণ, বস্ত্র বিতরণ ইত্যাদি।
মেপ্র/ইএম