মেহেরপুরের গোভীপুর বাজারে লাটাহাম্বার চাকায় স্পৃষ্ট হয়ে সাইফ রহমান (৯) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত সাইফ রহমান গোভীপুর ধাপাড়ীপাড়ার স্বাধীন হোসেনের ছেলে ও গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১ টার দিকে গোভীপুর বাজারের কাবলু ডাক্তারের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, সাইফ রহমান স্কুল ছুটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। গোভীপুর বাজারের উপর পৌছানো মাত্র সামনের দিক থেকে একটি স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বা আসে। এসময় সাইড দিতে গিয়ে বাইসাইকেলসহ লাটাহাম্বার সামনে পড়ে যায়। লাটাহাম্বার চাকা শিশু সাইফ রহমানের মাথা স্পৃষ্ট করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।