র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব—১২ মেহেরপুর ক্যাম্প অভিযান চালিয়ে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ সেলিম সর্দার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক মাদক ব্যবসায়ী সেলিম সর্দার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপলবাড়িয়া গ্রামের লুৎফর সর্দারের ছেলে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করেন। এসময় তার ব্যবহৃত বিদ্যুৎ চালিত ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব—১২ সিপিসি—৩ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিবতে কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সেলিম সর্দারকে আটক করা হয়েছে। এঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।