মেহেরপুরে আওয়ামী লীগের ৬ জনসহ ১১ জন গ্রেফতার

মেহেরপুরে পুলিশের পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত নেতার বাড়ি পুড়িয়ে দেওয়ার মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রহমানের ছেলে আব্বাছ আলী, বাঁথানপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে রাশিদুল ইসলাম, বাহার আলীর ছেলে কাজল হোসেন, গাংনী ইদ্রিস আলীর ছেলে থানাপাড়ার জসিম উদ্দিন, সদর উপজেলার শ্যামপুর গ্রামের আবুল খয়েরের ছেলে ইমদাদুল হক এবং আবুল হাসেমের ছেলে বজলুর রহমান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা এবং মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ছমির উদ্দিনের বাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা রয়েছে।

এছাড়া গাংনী থানা পুলিশের অপর অভিযানে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং বিশারথ হোসেনের ছেলে বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুর ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ মিজানুর রহমানকে আটক করেছে।

এছাড়া মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বাগোয়ান গ্রামের আব্দুল হান্নানের ছেলে রবিউল ইসলাম ময়নাকে একটি মামলায় গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশ ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের এসব নেতাকর্মী গ্রেফতার হন। একই সময়ে মাদকসহ অন্যান্য মামলায় ৫ আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা জামায়াতের সাবেক আমিরের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ এবং গাংনী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলা রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে যাওয়া হলে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন বিজ্ঞ বিচারক।




মেহেরপুরে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ফ্রেন্ডস চ্যারিটির উপহার বিতরণ

জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এণ্ড কলেজের এসএসসি-২০২১ এর প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত “ফ্রেন্ডস চ্যারিটি” এর পক্ষ থেকে মেহেরপুরের ৪৮টি গরীব-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, গরীব-দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়া, যাতে তারা ঈদকে আরও আনন্দময়ভাবে উদযাপন করতে পারেন।

এছাড়া, “ফ্রেন্ডস চ্যারিটি” ২০২৩ সালে তাদের প্রতিষ্ঠার পর থেকেই মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রেখে আসছে। শীত বস্ত্র বিতরণ, অসহায়দের চিকিৎসায় সহায়তা প্রদান, এবং বন্যার্থদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কল্যাণমূলক কাজ তারা নিয়মিতভাবে করে যাচ্ছে।

এই ঈদ উপহার বিতরণের সময় “ফ্রেন্ডস চ্যারিটি” এর সদস্যরা, যারা তাদের নিজেদের হাতে উপহারগুলো বিতরণ করেন এবং উপকারভোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

“ফ্রেন্ডস চ্যারিটি” এর প্রতিষ্ঠাতা সদস্যরা জানিয়েছেন, তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চান, যাতে সমাজের প্রতিটি অংশের মানুষই ঈদ এবং অন্যান্য  উৎসবগুলো আনন্দের সাথে উদযাপন করতে পারেন।




মেদ ঝরাতে শাহিদ কাপুরের পন্থা মেনে চলুন

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ‘দেবা’ দ্রুতই ওটিটিতে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় পুলিশ অফিসার শাহিদের সুঠাম শরীর নজর কেড়েছে অনেকেরই। ৪৪-এ পা দিয়েও তিনি যেন তরুণ। তার নির্মেদ ও পেশিবহুল চেহারাও যথেষ্ট চর্চিত। অথচ অভিনেতাদের মতো সুঠাম চেহারা পেতে চান অনেকেই, কিন্তু ডায়েট করেও সমাধানে আসতে পারছেন না। জিমেও যান, কিন্তু কাজ হচ্ছে না। অধরাই থেকে যাচ্ছে নিজের শরীরের সুঠাম দেহ।

আসলে শুধু জিমে যাওয়া কিংবা ডায়েটে নয়, দৈনন্দিন জীবনযাপনেও লুকিয়ে থাকে ফিট থাকার মন্ত্র, বিশ্বাস করেন অভিনেতা শাহিদ কাপুর। বিভিন্ন সময়ে একাধিক সাক্ষাৎকারে তার জীবনযাপন নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, তিনি রাত ৮টার মধ্যে নৈশভোজ সারেন। রাত জেগে পার্টি করেন না। মাঝরাতে উঠে উল্টোপাল্টা খাওয়ার প্রশ্নই ওঠে না।

এদিকে পুষ্টিবিদরা বলছেন, দিনভর নিয়ম মানলেও বেশি রাতে কারও কারও উল্টোপাল্টা খাওয়ার প্রবণতা অনেক সময় ওজন বৃদ্ধির কারণ হয়ে ওঠে। সবটাই যে খিদে পায় তা কিন্তু নয়; চোখের খিদেও লুকিয়ে থাকে এতে।

ফিটনেস প্রশিক্ষক প্রীতি ত্যাগি বলেন, কাজের চাপে রাত জাগতে হলে উল্টোপাল্টা খাওয়ার প্রবণতা ক্ষতিকর। স্বাভাবিকভাবে ভাজাভুজি বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, মন-মেজাজ খারাপ থাকলে তার নেপথ্য কারণে নজর না দিয়ে অনেকেই ফ্রিজ খুলে খাবার খুঁজতে থাকেন। মন ভালো করতে লোভনীয় খাবার খাওয়াটা সমাধান হতে পারে না।

বরং ওজন কমাতে এবং ফিট থাকতে শাহিদ কাপুরের মতোই দ্রুত রাতের খাওয়া শেষ করতে বলেছেন পুষ্টিবিদরা। খেতে বলছেন পরিমিত। তার কারণও আছে। পুষ্টিবিদ সোনিয়া বক্সী বলেন, রাত করে খাওয়ার অভ্যাসে দেহে ফ্যাট জমে। স্বাভাবিকভাবেই ওজন বেড়ে যায় এতে। ঘুমানোর অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা আগে নৈশভোজ শেষ করা উচিত। এই অভ্যাসে যেমন বদহজম এড়ানো যায়, তেমনই ঘুমের সমস্যাও কমে। আর ঘুমের সঙ্গে সুস্বাস্থ্যের— এমনকি ওজন কমারও যোগ রয়েছে।

আরেক পুষ্টিবিদ স্বাতী সন্ধান বলেন, ওজন বশে রাখতে হলে নিয়ম মেনে এবং সময়ে খাওয়া জরুরি। রাত ৭-৮টার মধ্যে খাওয়া শেষ করলে ক্যালোরি যেমন দ্রুত খরচ হবে, ঠিক তেমনই পুষ্টি শোষণেও সুবিধা হবে।

এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি— ঘুমিয়ে পড়লে স্বাভাবিকভাবেই বিপাকহারের গতি কমে যায়। যার ফলে খাবার হজমে যেমন সমস্যা হয়, তেমনই ওজন বৃদ্ধিরও ভয় থাকে। সে কারণেই রাত ৮টার মধ্যে রাতের খাওয়া খেয়ে নেওয়া ফিটনেসের জন্য জরুরি।

সূত্র: যুগান্তর




মেহেরপুর সদর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

মেহেরপুর সদর উপজেলায় এ বছর বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় মেহেরপুর সদর উপজেলা কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আঞ্জুমান আরা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

এ সময় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।




মুজিবনগরে পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই এক জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন বাগোয়ানের আঃ হান্নানের ছেলে মোঃ মনিরুল ইসলাম ময়না (৩৬) (জিআর ১৫/২০)।

গ্রেফতাকৃতকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা-জামালরা। আজ বৃহস্পতিবার থেকেই সবাই থাকবেন ছুটিতে।

জানা গেছে, বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী। সেখান থেকে ঢাকার বাসায় চলে যান তিনি। সূত্র জানায়, সকালে লন্ডনের বিমান ধরেছেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডার।

জাতীয় দলের বাকি ফুটবলাররাও আজ থেকে ছুটিতে চলে যাবেন। দেশের ঘরোয়া ফুটবল আবার শুরু হবে ১১ এপ্রিল, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

সূত্র: যুগান্তর




নতুন ভেলকি শয়তানের নিঃশ্বাস- সুখী ইসলাম

সত্তর দশকের মাঝামাঝি নির্মিতি হয়,” শি উইল ফলো ইউ অ্যানি হয়্যার’ নামের একটি সিনেমা। ইংরেজি ভাষার এই ছবির মূল কাহিনি ছিল, এক বিশেষ ধরনের পারফিউমের ঘ্রাণ কৌশলে কোনো নারীকে শুঁকিয়ে দিতে পারলে সেই নারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যে পুরুষ তাকে সেই ঘ্রাণ শুঁকতে দিয়েছে, তাকে অনুসরণ করতে থাকে। নারীটি তার প্রতি আকর্ষণ বোধ করে এবং তার ইচ্ছানুযায়ী কাজ করে।

কী আশ্চর্য, এত কাল আগের একটি সিনেমার কল্পকাহিনি যেন আজ বাস্তবে রূপ নিয়েছে! সতৃতর দশকে নির্মিত চলচ্চিত্রে যে পারফিউমটিই এখন আবিষ্কৃত হয়েছে সম্প্রতি, যার নাম ‘স্কোপোলামিন’।স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে এর ব্যবহার আছে। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর জন্য ওষুধে এর ব্যবহার আছে। ধুতরা ফুল থেকে পাওয়া রাসায়নিক এবং আরও কিছু যৌগের সাহায্যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ‘স্কোপোলামিন’। চিকিৎসার জন্য আবিষ্কৃত ও ব্যবহৃত এই গুঁড়া বা তরল রাসায়নিক দ্রব্যের অপব্যবহার বিশ্বজুড়ে এখন এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিতি পেয়েছে এটি। সেই শয়তান এখন নিশ্বাস ফেলছে আমাদের ঘাড়ের ওপর।

স্কোপোলামিন এবং এর মতো আরো বেশ কিছু ওষুধ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। স্কোপোলামিন প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা জ্ঞিাসাবাদের ক্ষেত্রে ‘ট্রুথ সেরাম’ হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ এটা যদি ইনজেক্ট করে দেয়া হয় তাহলে সে সত্য কথা বলতে শুরু করে। কারণ তার মগজের উপর নিজস্ব যে নিয়ন্ত্রণ সেটা চলে যায়। সে তখন অন্যের নিয়ন্ত্রণে চলে যায়, অন্যের কথা শুনতে থাকে।

”স্কোপোলামিন কথা বলানোর জন্য যখন ব্যবহার করা হয় তখন এটা ট্রুথ সেরাম। যখন স্কোপোলামিন পাউডার ফর্মে নিঃশ্বাসে ব্যবহার করা হয় তখন এটা ‘ডেভিলস ব্রেথ’। আর যখন এটা বমি অথবা মোশন সিকনেসের ক্ষেত্রে ব্যবহার করা তখন এটা আসলে মেডিসিন হিসেবে ব্যবহার হয়।

প্রথমবারের মতো মেহেরপুর শহরে স্কোপোলামিন ব্যবহারে ভীতিকর পরিস্থিতির শিকার হোন সুভরাজপুরের রেহানা বেগম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়,রেহানা বেগম কাশারীপাড়া মায়া জুয়েলার্স থেকে স্বর্ণ ক্রয় করে হেঁটে যাওয়ার পথে একজন পেছন থেকে ডেকে কথা বলেন।তার সাথে হেঁটে চলে ভিড়ের মধ্যে দিয়ে মহিলা কলেজের দিকে। তাঁদের নির্দেশমতো নিজের কানের দুল, গলার চেইন,চুড়ি খুলে দিচ্ছেন, যার মূল্য প্রায় ২৫০০০ হাজার টাকা। কোন আপত্তি ছাড়ায় হাতে স্বেচ্ছায় তুলে দেন রেহেনা বেগম।তিনি ঘোরের মধ্যে এসব করে যাচ্ছিলেন। পরে ঘোর কেটে গেলে বুঝতে পারেন তিনি নিঃস্ব। অপরাধীরা ফুঁ দিয়ে একধরনের পাউডার তাঁর নাকের কাছে ছড়িয়ে দিয়েছিল, সেই পাউডার তাঁর নাসারন্ধ্রে প্রবেশ করতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এবং অপরাধীদের কথামতো কাজ করতে থাকেন।

অপরাধীরা অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি নানা নামের অপরাধী চক্র সক্রিয় ছিল এত দিন।শয়তানের নিশ্বাস এখন ছিনতাইকারীদের নতুন হাতিয়ার।

এসব বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং এ ব্যাপারে পরিবারের লোকজনকে সতর্ক রাখা। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ, খাদ্য বা পানীয় ইত্যাদি গ্রহণ না করা, এমনকি টাকাপয়সা হাতে নেওয়ার সময় নাক-মুখ থেকে দূরে রাখা। ভ্রমণকালীন সময়ে গণপরিবহন বা বিভিন্ন পর্যটন স্পটে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বেশি। এ ক্ষেত্রে সদ্য পরিচিত লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা গড়ে না তোলাই শ্রেয়। সর্বোপরি কোভিডের সময় যে অভ্যাসগুলো আমরা রপ্ত করেছিলাম, সেই মাস্ক পরা, নাকে-মুখে হাত না দেওয়া প্রভৃতি অভ্যাস ‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচার জন্য কার্যকর হতে পারে।

লেখক: কবি ও সাহিত্যিক




গাংনীতে যুবকদের সম্মানে জামায়াত যুব বিভাগের ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা যুব বিভাগের আয়োজনে “যুবকদের সম্মানে রমজানের আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বুধবার গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামির গাংনী উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা তাজ উদ্দীন খান।

গাংনী পৌর যুব বিভাগ সভাপতি মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার আমীর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান  নাজমুল হুদা, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, জামায়াতের জেলা যুব বিভাগের সেক্রেটারী মজনুল হক লিপটন ওগাংনী পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মো: জিল্লুর রহমান প্রমুখ।

ইফতার ও আলোচনা সভায় জামায়াতের গাংনী উপজেলা ও পৌর যুব বিভাগের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।




মহান স্বাধীনতা দিবসে গাংনীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ শে মার্চ বুধবার গাংনীর একটি রিসোর্টে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ছাত্র-শ্রমিক, জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাংনী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবি শাকিল আহমাদ।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগাঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহ, আলম হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার ইমতিয়াজ আহমেদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ আযম ও সদস্য আব্দুল্লাহ আল আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোজাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে গাংনী উপজেলার জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-নেত্রীর ভিডিও ভাইরাল, সমালেচনার ঝড়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে প্রবেশ করছেন।

এরপর তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে পাশে থাকা খাটের ওপর অবস্থান নেন তিনি। ওই খাটে তার পাশে শুয়ে ছিলেন জেলার সদস্য সচিব সাইদুর রহমান। এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের ওপর বিছিয়ে দেন আর মুখপাত্র এলমা খাতুন মোবাইল টিপতে থাকেন। পরে একটি মদ ভর্তি বোতল হাতে নেন এলমা খাতুন। আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস দেখা গেছে।

জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ‘ভিডিওর বিষয়টি আমার জানা নেই। আমি গ্রামে রয়েছি আমার মোবাইলে ইন্টারনেট সংযোগ নাই। সেজন্য ভিডিওটি দেখতে পারছি না। পরে বিস্তারিত জানাতে পারবো।’

এ বিষয়ে জানতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরার ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমেন বলেন, ‘শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজের অসঙ্গতি দূর করার জন্য কাজ করছে। এখন দেখছি তারা নিজেরাই অসামাজিক কর্মকান্ডে লিপ্ত। এটা ছাত্র সমাজের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়।’

সুজনের জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, ‘যদি এই ভিডিওটি সত্যি হয়ে থাকে তাহলে তারা সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনবে না।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ততকালীন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন করেন। ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরাইরাকে আহবায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

এছাড়াও সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়।