টপ নিউজ
শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | বসন্তকাল
মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 
image_pdfimage_print

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো. শামীম হাসান।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো সুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো আব্বাস উদ্দীন।

এসময় অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহন করেন। এর আগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সেপ্টেম্বর ৮, ২০২৪