আমঝুপি, শ্যামপুর, বারাদি ও পিরোজপুর ইউনিয়নের সীমানা চুড়ান্ত

অবশেষে মেহেরপুর সদর উপজেলায় শ্যামপুর, পিরোজপুর, আমঝুপি ও বারাদিকে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নকে ভেঙে আমঝুপি ও শ্যামপুর, এবং পিরোজপুর ইউনিয়নকে ভেঙে পিরোজপুর ও বারাদি ইউনিয়ন করা হয়।

৭ সেপ্টেম্বও মেহেরপুরের সহকারি কমিশনার ভুমি মো: মাইনউদ্দিন এ সংক্রান্ত চুড়ান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এর আগে গত ২৪ জুন দুটি পৃথক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ইউনিয়ন দুইটি ঘোষনা করে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস। পরবর্তিতে কোন আপত্তি না উঠায় চুড়ান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

নতুন ইউনিয়নের মধ্যে ৫ টি মৌজা ও ৭টি গ্রাম নিয়ে পুনর্গঠিত পিরোজপুর ইউনিয়ন গঠন করা হয়। মৌজা গুলো হলো- পিরোজপুর, বলিয়ারপুর, টুঙ্গী, সোনাপুর, কাঁটালপোতা,
পিরোজপুর ইউনিয়নের অধীনস্থ গ্রামসমূহ – নূরপুর, পিরোজপুর, গহরপুর, টুঙ্গী, সোনাপুর, বলিয়ারপুর, কাঁঠালপোতা।

এছাড়াও ৯ টি মৌজা ও ১৫টি গ্রাম নিয়ে নবগঠিত বারাদি ইউনিয়ন গঠন করা হয়েছে । মৌজা গুলো হলো মৌজা- রাজনগর, যোগিন্দা, কলাইডাঙ্গা, বারাদি, বর্শিবাড়ী, পাটাপুকা, পুরাতন দরবেশপুর, নতুন দরবেশপুর, সিংহাটি।

বাড়াদি ইউনিয়নের অধীনস্থ গ্রামসমূহ- রাজনগর, জুগিন্দা, কলাইডাঙ্গা, বারাদি, মোমিনপুর, বর্শিবাড়িয়া, হাসনাবাদ, পাটাপোকা, পাটকেলপোতা, চাঁদপুর, নতুন দরবেশপুর, পুরাতন দরবেশপুর, সিংহাটি, পূর্বপাড়া, শিমুলতলা।

অপরদিকে, ৯ টি মৌজা ও ১২ টি গ্রাম নিয়ে পুনর্গঠিত আমঝুপি ইউনিয়ন গঠন করা হয়েছে। মৌজা গুলো হলো- খোকসা, ময়ামারী, চাঁদবিল, কোলা, ইসলাম নগর, হিজলী, আমঝুপি, রঘুনাথপুর, বিলকোলা।

পুনর্গঠিত আমঝুপি ইউনিয়নের অধীনস্থ গ্রামসমূহ – খোকসা, কদমতলাপাড়া, ময়ামারী, চাঁদবিল, দফরপুর, ইসলামনগর, হিজলী, আমঝুপি, রঘুনাথপুর, আশ্রয়ণ প্রজেক্ট, কোলা, বিলকোলা।

আরও ৭ টি মৌজা ও ১২ টি গ্রাম নিয়ে নবগঠিত শ্যামপুর ইউনিয়ন গঠন করা হয়েছে। মৌজা গুলো হলো, মৌজা- ঝাউবাড়ীয়া, রামনগর, ধানতলা, গোপালপুর, বসন্তপুর, আলমপুর, শ্যামপুর।

নবগঠিত শ্যামপুর ইউনিয়নের অধীনস্থ গ্রামসমূহ-ঝাউবাড়িয়া, দিঘিরপাড়া, রামনগর, কাজীপুর পাড়া, গোপালপুর, বসন্তপুর, পুরাতন মদনাডাঙ্গা, নতুন মদনাডাঙ্গা, আলমপুর, ধূশারপাড়া, শ্যামপুর, বেলতলাপাড়া।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন সাক্ষরিত গন বিজ্ঞপ্তিতে বলেন, জন সংখ্যা বৃদ্ধিজনিত কারনে এবং প্রশাসনিক সুবিধার্থে বড় দুটি ইউনিয়নকে ভেঙে চারটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নকে ভেঙে আমঝুপি ও শ্যামপুর এবং পিরোজপুর ইউনিয়নকে ভেঙে পিরোজপুর ও বারাদি ইউনিয়ন গঠন করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ১২ ধারার ক্ষমতাবলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা হিসেবে সদর উপজেলা ভুমি কর্মকতা (সহকারি কমিশনার ভুমি) ওই আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী নবগঠিত শ্যামপুর ও বারাদি ইউনিয়নের প্রস্তাবিত ওয়ার্ড সমূহের সীমানা নির্ধারণ পূর্বক একটি গন বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ার্ডের তালিকাতে কারও আপত্তি থাকলে ১০ কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আপিল করতে পারবে। এই বিষয়ে সংশোধিত তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে কোন আপিল দায়ের না হওয়ায় ‘পুনর্গঠিত পিরোজপুর, বারাদি, আমঝুপি, শ্যামপুর ইউনিয়ন’ এর ওয়ার্ড সমূহের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।




মেহেরপুরে ছাগল পালন প্রশিক্ষণ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গোরস্থান পাড়াতে ৩০ জন নারী ব্ল্যাকবেঙ্গল ছাগল খামারীদের ছাগল পালন ব্যবস্থাপনার উপর এ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ব্ল্যাকবেঙ্গল ছাগলপালন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের হিসাব কর্মকর্তা লাইলাতুল ইসলাম ও সহকারী ভ্যালূ চেইন ফ্যাসিলিটেটর সাব্বির হোসেন জিয়া। খামারীদের রোগ প্রতিরোধে মাচা পদ্ধতিতে ছাগলপালনে পরামর্শ দেয়া হয়।




‘বঙ্গবন্ধুর দেখনো পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচীর আওয়তায় “জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ম বার্ষিকী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাধারণ অর্থনিতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডঃ শামসুল আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পথেই আমরা এগিয়ে চলেছি। বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।




গাড়াবাড়িয়াতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

গাংনীর গাড়াবাড়ীয়া হলদে পাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন।

গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার সময় থেকে মহজনপুর গ্রামের একটি মেয়ে গাড়াবাড়ীয়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে শামীম রেজার বাড়িতে আসেন। মেয়েটি বর্তমানে দশম শ্রেনীর ছাত্রী।

মেয়েটি জানান, শামীমের সাথে আমার তার এক বছর ধরে সম্পর্ক আছে। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন যায়গা তে ঘরাতে নিয়ে যায়। এবং আমিও তাকে বিশ্বাস করে সরল মনে তার সাথে ঘুরতে যায় । কিন্তু সে আমার সরলতার সুযোগ নিয়েছে।

৮ মাস আগে খলিসা পড়ি গ্রামের হামিদ আলীর সাথে তার বিয়ে হয়। তা সত্বেও শামীম আমাকে নিয়ে ঘর বাধার সপ্ন দেখায়। তার প্রতিশ্রুতিতে আমি যখন সব কিছু ছেড়ে তার বাড়ি চলে এসেছি । এখন সে আমাকে অস্বীকার করছে। আমি না পারছি সেই স্বামীর বাড়ি ফিরে যেতে না পারছি বাপের বাড়ি যেতে। এখন আমার মরন ছাড়া কোন উপায় নেয়।

স্থানীয়দের মধ্য ইমরান হোসেন জানান, গত ০৩-০৯-২০২০ তারিখে মেহেরপুর ক্যাফে গার্ডেনে এরা ঘুরতে গেছিলো সেখানে তাদের স্থানীয় রা ধরেন এবং মেহেরপুর সদর থানার এস আই এনামুল হকের হাতে তুলে দিয়ে থানায় পাঠান।পরে সেখানে আমরা গিয়ে মিট মাট করে এসেছিলাম তার পরেও মেয়ে আজ ছেলের বাড়ি তে অবস্থান করেছে।

এ বিষয়ে শামীমের পিতা জামাল উদ্দীন জানান, এই মেয়ে কে আমার মেনে নেওয়া সম্ভব না। মেয়ে বিবাহিত এবং সে তার আগের স্বামীকে তালাক না দিয়েই এখানে চলে এসেছে। তাছাড়া আমার ছেলে ঢাকায় চাকরী করেন। সে কখনই এই মেয়ের সাথে সম্পর্ক করার কথা না।

মেয়েকে আগের স্বামীকে তালাকের ব্যাপারে জিঙ্গেস করলে জানান, আমি কালকে তাকে বাদ দিয়ে দিবো। শামীম আমাকে ভালো বাসে আমি তাকেই বিয়ে করবো। শামীম যদি বিয়ে না করে আমি এখানে মরবো, তাও বাড়ি যাবো না।




মেহেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার যাদবপুর কবরস্থানের সামনে থেকে তাদের আটক করা হয়। একই সাথে ১ মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো যাদবপুর গ্রামের আবু বক্কর এর ছেলে আমিনুল ইসলাম ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আশান আলী। এর আমিনুল ইসলাম এর নামে আরও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশের অব্যাহত অভিযানে আরও দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মেপ্র/এমএফআর




কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বলুহর বটতলা রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের ঢালী পাড়ার মৃত নৈয়ম উদ্দিন ঢালীর ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া।

এসময় রেল লাইন পার হতে যেয়ে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ডাউন ট্রেনটি বুলু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আফসানা জান্নাত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

 




খুলবে প্রাথমিক বিদ্যালয়, মানতে হবে ৫০টির বেশি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয় খুলতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এ অবস্থায় কভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। এর একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে বিদ্যালয় খোলার আগে স্বাস্থ্য নিরাপত্তামূলক এমন ৫০টির বেশি নির্দেশনা জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনা মেনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র-কালের কণ্ঠ




গাংনীতে ইজি বাইক থেকে পড়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ইজি বাইকে উঠতে গিয়ে সড়কে ছিটকে পড়ে হানুফা খাতুন (১২) নামের বকে প্রতিবন্ধী কিশোরীর মুত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাংনী বাজারের দারুচ্ছালাম জামে মসজিদের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত হানুফা উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নান ওরফে হানার মেয়ে।
জানা গেছে, প্রতিবন্ধী হানুফা তার মায়ের সাথে গাংনীর শিশিরপাড়া থেকে বাড়ি যাবার জন্য একটি ইজি বাইকে উঠতে গিয়ে পা ফসকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 




দেশেই হবে আন্তর্জাতিক মানের রাসায়নিক পরীক্ষা, সুযোগ পাবে বিদেশিরাও

আন্তর্জাতিক মান অনুসরণ করে বিভিন্ন রাসায়নিকের পরিমাপ নিয়ে গবেষণায় সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০’ পাস হয়েছে জাতীয় সংসদে। এখন থেকে বিদেশিরাও চাইলে বাংলাদেশ থেকে রাসায়নিক পরীক্ষা করাতে পারবে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। পরে বিলটির ওপর বিরোধী দলের দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। একইসঙ্গে বিলের উপর সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। গত ২৩ জুন বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিলটি পাসের আগে বিরোধী দলের জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের জবাবে সংসদে মন্ত্রী বলেন, আইনটি প্রবর্তন হলে একটি বিশ্বমানের ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাসায়নিক পরিমাপ সেবার সুযোগ সৃষ্টি হবে।

রাসায়নিকের পরিমাপ পরীক্ষা করতে ২০১২ সালের ১০ জুন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অধীনে সর্বোচ্চ জাতীয় রেফারেন্স প্রতিষ্ঠান হিসেবে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম) চালু করা হয়। এটি বাংলাদেশে রাসায়নিক পরিমাপ বিজ্ঞানে গবেষণায় সর্বপ্রথম ও একমাত্র রেফারেন্স ইনস্টিটিউট। যেখানে ওষুধ শিল্পসহ অন্যান্য শিল্পে রাসায়নিক পরিমাপ বিজ্ঞান বিষয়ে সব গবেষণার সুযোগ রয়েছে।

সংসদে পাস হওয়া নতুন আইনে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সংবিধিবদ্ধ ইসস্টিটিউটটে রূপান্তরিত হবে, যার প্রধান হবেন মহাপরিচালক। পরিচালনা পর্ষদের সভাপতি হবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। এই প্রতিষ্ঠান পরিমাপ ও রেফারেন্স পরিমাণ সেবা দেবে।

এছাড়া প্রফিসিয়েন্সি টেস্টিং ও ইন্টার-ল্যাবরেটরি কমপ্যারিজন সেবা দেবে। প্রতিষ্ঠানটি রাসায়নিক পরিমাপ বিজ্ঞান সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাসহ অন্যান্য আঞ্চলিক সংস্থা এবং সমধর্মী দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।

রিপোর্ট উত্থাপন
এদিকে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন ও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়। এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ সংসদে উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। পরে আইন প্রণয়ন কার্যক্রম শুরু হয়।

গত ৬ সেপ্টেম্বর থেকে চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়।

সূত্র- কালের কন্ঠ




মসজিদে বিস্ফোরণে হতাহত: ক্ষতিপূরণ চেয়ে রিটের আদেশ কাল

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের আদেশের জন্য আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী নারায়ণগঞ্জের বাসিন্দা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার গতকাল সোমবার এ রিট আবেদন করেন। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের মেয়র, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এসপিসহ সাতজনকে বিবাদী করা হয়।

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন দগ্ধ ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক।

এনিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ৬ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন। তিনি নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বতপ্রণোদিত নির্দেশনা জারির জন্য আবেদন জানান। তবে আদালত স্বতপ্রণোদিত আদেশ না দিয়ে ওই আইনজীবীকে লিখিতভাবে আবেদন (রিট আবেদন) করার পরামর্শ দেন।

এ অবস্থায় হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় রিট আবেদন দাখিল করা হয়। এরপর আবেদনটি সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রিট আবেদনে বলা হয়, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা গ্যাস লাইনের লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আনেন। কিন্তু তিতাস গ্যাসের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা ৫০ হাজার টাকা দাবি করে লাইন মেরামতের জন্য। সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সূত্র- কালের কন্ঠ