মেহেরপুর জেলা বিএনপি’র খাদ্য বিতরণ

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে ৫শ’টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৫ শ অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন।

শনিবার সকাল ৬ টার সময় মেহেরপুর জেলা বিএনপি র অফিস চত্বরে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু,
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির অন্যতম নেতা শাজাহান সাহান,জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজমল হোসেন মিন্টু,জেলা যুবদলের সহ-সভাপতি মুশারফ হোসেন তপু, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান সুজন, যুগ্ম-সম্পাদক নওশেল আহমেদ রনি,
মুজিবনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাবেদ সেনজির,
সহ-সভাপতি তৌফিক এলাহী শাকিল, সাধারণ-সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক-সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন প্রমুখ।




ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে জসিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিযনে রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত কারনে তাকে সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থান শনিবার (৩০ মে) ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অপূর্ব কুমার সাহা।

তিনি আরো জানান, গত ২৭ মে জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জসিম উদ্দীন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। সদর হাসপাতালের একজন ডাক্তার প্রতিনিধিসহ ইসলামী ফাউন্ডেশনের একটি টিম তার লাশের দাফন কাফনের ব্যবস্থা করছেন বলেও তিনি জানান।

 




ঝিনাইদহ মহেশপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছে মা। শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ৬ বছরের পুত্র সন্তান রাব্বী হাসান রিফাত।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গেল রাতে শিশু পুত্র রিফাত কে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা মামুন মিয়া। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে বিছানায় নেই রাব্বী। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ সকালে লাশ দুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্নহত্যা করেছে।

তিনি আরো জানান, মৃত রিফা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 




মেহেরপুরে গোয়েন্দা পুলিশসহ ৭ জন করোনা পজিটিভ

মেহেরপুরে নতুন করে এক গোয়েন্দা পুলিশ সদস্যসহ আরও ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনিবার ৩০ মে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১৬ টি প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৭ জন পজেটিভ বলে নিশিত করেছেন সিভিল সার্জন ডা. নাসিরুদ্দিন।

মেহেরপুর পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা যায়, ডিএসবিতে কর্মরত রফিক নামের এক কনস্টেবল করোনা পজিটিভ হয়েছে।

অন্য আক্রান্তের সবাই মেহেরপুর সদরের। এর মধ্যে কোলা গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত বারিউজ্জামান লিটু করোনা পজিটিভ। একই সাথে পরিবারের আরও ৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। অন্য একজন হচ্ছে মেহেরপুর শহরের তাতীপাড়ার এক মহিলা।

এ নিয়ে মেহেরপুরে মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ২৫ জন।

মেপ্র/এমএফআর




মেহেরপুরে নতুন ৭ জন করোনা রোগী সনাক্ত

মেহেরপুরে নতুন করে এক পুলিশ সদস্যসহ আরও ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনিবার ৩০ মে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১৬ টি প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৭ জন পজেটিভ বলে নিশিত করেছেন সিভিল সার্জন ডা. নাসিরুদ্দিন।

তিনি আরও জানান, আক্রান্তের সবাই মেহেরপুর সদরের। এর মধ্যে কোলা গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত বারিউজ্জামান লিটু করোনা পজিটিভ। একই সাথে পরিবারের আরও ৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

অপর দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক পুলিশ সদস্য করোনা পজিটিভ।

অন্য একজন হচ্ছে মেহেরপুর শহরের তাতীপাড়ার এক মহিলা আক্রান্ত।

এ নিয়ে মেহেরপুরে মোট করোনা রোগীর সংখ্যা দাড়াল ২৫ টি।

মেপ্র/ এমএফআর




২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে ২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নারীসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল।

এ নিয়ে গত ৩০ দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ২৬৬ জনের মৃত্যু হল।

হাসপাতাল সূত্রে মৃতরা হলেন- নজরুল ইসলাম (৫৮), কান্চি লাল দাস (৭৫), মাজেদা বেগম (৬৫), হুমায়ুন (৫০), জাকারিয়া (৬০), মোতালেব (৫২), ফুলচাঁন শেখ (৩৮), হাফিজা খাতুন (৩৫), হারিছ মিয়া (৭৮), আব্দুল লতিফ (৬২), দেলোয়ার হোসেন (৫৬), সোহেল (৪২), বিশাসাখা (৪৫), মুকুল বেগম (৪৫), একরামুল হক (৬০), সুভাষ (৬৫), আব্দুর রহমান (৫২), তোরাব হোসেন (৬৫), নওশের আলী (৮১), হাবিবুর রহমান (৫০), আব্দুস সাত্তার মুন্সী (৬৫) আব্দুল গাফ্ফার (৫৬) ও ফারুকউজ্জামান (৪৫)। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




তোমারি স্বপ্নে মাতি – অভি দে শিবা

প্রথম প্রেমের রঙিন সুবাসে
পারির প্রেমেতে পড়ি,
দিনের আলোতে আঁধার কালোতে
ভাসায় জীবন তরী।

বেলা অবেলায় কাব্য রাঙায়
সোনালি গল্প লিখি,
তোমারি স্পর্শে হৃদয় হর্ষে
প্রেমের মন্ত্র শিখি।

প্রথম চুমুতে প্রেম শিহরণ
তটিনীর বুকে ঢেউ,
চোখের পলকে স্বপ্ন ঝলকে
তুমি বিনা নেয় কেউ।

সোনালি দিনের শুভ্র আলোটা
তোমাকে দেখেই ফিরে,
তুমি হীন আজ হাতে নেয় কাজ
পীড়ায় ধরেছে ঘিরে।

হৃদয় পাড়ায় সুখেরে তাড়ায়
কষ্ট হয়েছে সাথি,
তোমার স্মৃতিরা দিয়ে যায় সাড়া
তোমারি স্বপ্নে মাতি।




নিশাচরী – এ সুমাইয়া

আমার দিনের আকাশ ভালো লাগেনা
কাছে টানে না।
আকাশের দিকে তাকালে চোখ ঝলসে ওঠে
আমার তো রাতের আকাশ পছন্দ।

মনের ইচ্ছে গুলো ডানা মেলে ওঠে
কখনো কখনো দিনের মেঘলা আকাশ।
আমাকে বিপাকে ফেলে দেয়,
আবছায়া আধার নাকি কালো চাদরের আদর।

শরীর ছুঁয়ে যাওয়ার আগে থমকে যায় বাতাস,
তুমি সেই দিনের আকাশের মতো।
বেঁচে থাকার জন্য জরুরি,
অথচ আমি নিশাচরী।

জোনাকের আলোয় পথ খুঁজে যায়,
যেখানে দিনের আলো পথ দেখায়।
তবুও দিনের আলো,
আমার ভালো লাগে না।




রাতের প্রহরী – মো: সাইফুল ইসলাম

মশারা অতি ভালো
রাতের প্রহরীদের জাগিয়ে রাখার
কাজে আছে ব্যস্ত।

বাদুরেরা কহে রাতের প্রহরীরা
মোদের ভাই মোদের সাথে
সারা রাত জেগে রয়।

শেয়ালেরা কহে রাতের প্রহরীরা
মোদের ভাই, মোদের
ডাকে সারা দেয়।

মাঝে মধ্যে ফস ফসা ফস
সাপের শব্দ শুনতে পায়,
সাপেরা কহে ভয় পেয়ো না
তোমরা আমরা মিলে মিশে থাকতে চাই।

গভীর রাতে কদম ডালে হুতুম প্যাচার
ডাক শুনে পিলে চমকে যায়।
হুতুম প্যাচা কহে, ভয় পেয়ো না
তোমাদের সজাগ করে যায়।




দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু, নতুন করে আরও ১৭৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।