আবারও রেকর্ড, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত এক লাখ ১৬ হাজারের বেশি

২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। বৃহস্পতিবার ভাইরাসটির নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১৬ হাজারের বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ।

নতুন করে পাঁচ হাজার প্রাণহানিতে, মোট মৃত্যু তিন লাখ ৬২ হাজারের বেশি। মহামারীর পাঁচ মাসে, এদিন সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। মারা গেছেন প্রায় ১৩শ’ মানুষ। নতুন আক্রান্ত ২৪ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ২৭ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সাড়ে চার লাখের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে নতুন করে ১২শ’ মানুষের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ১ লাখ সাড়ে ৩ হাজার। আক্রান্ত ১৭ লাখ ৬৮ হাজার মানুষ। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে।
মৃত্যু তুলনামূলক কম হলেও রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে চার লাখ। ইতালি-স্পেন-ফ্রান্সে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী গ্রাফ অব্যাহত থাকলেও যুক্তরাজ্যে প্রাণ গেছে আরও পৌনে ৪শ’ মানুষের। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




‘চীনের জঘন্য উপহার করোনাভাইরাস’, ১ লাখ মৃত্যুর পর হতাশা প্রকাশ ট্রাম্পের

হতাশা। দুঃখ। আর ক্ষোভ। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি ও তার ‘চীন-যোগ’ দুই বিষয়েই যেন এই অনুভূতিগুলিই উগড়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশে ১ লাখ মানুষ করোনায় প্রাণ হারানোর পর এভাবেই টুইট করলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রধান।

‘করোনাভাইরাসে দেশে ১ লাখেরও বেশি মানুষের মৃত্যু, আমরা একটা খুব খারাপ মাইলস্টোনে পৌঁছালাম,’ নিস্তব্ধতা ভেঙে নিজের হতাশাকে তুলে ধরলেন ট্রাম্প। সমবেদনা জানালেন মহামারী করোনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিজনদের প্রতি।
টুইটে লিখলেন, ‘প্রতিটি স্বজনহারা পরিবার ও পরিজনদের আমি সমবেদনা জানাই।’ সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়া ও দেশবাসী হিসেবে তিনি তাদের প্রতি ভালবাসা প্রকাশ করেন।

‘গড বি উইথ ইউ,’ সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে অবশ্য চীনকেও এক হাত নিতে ভুললেন না। বেশিরভাগ টুইট ও সাংবাদিক সম্মেলনের মতোই আবারও কাঠগড়ায় তুললেন চীনকে।

দ্বিতীয় টুইটে ট্রাম্প বললেন, ‘চীনের একটা জঘন্য উপহার-করোনাভাইরাস, সারা বিশ্বজুড়ে দাপিয়ে চলেছে। এক দমই ভাল নয়।’ সূত্র-বাংলাদেশ প্রতিদিন




লিবিয়ার নৃশংস হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া বাংলাদেশি যা বললেন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।

তবে এ হত্যাকাণ্ডের সময় ভাগ্যক্রমে বেঁচে যান একজন। নৃশংস এই হত্যাকাণ্ডের সাক্ষী ওই বাংলাদেশি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাসকে তিনি জানান, লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাতে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের অবস্থান ত্রিপলী থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে।
ওই বাংলাদেশির ভাষ্য, ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি করে মানব পাচারকারীরা। মিজদা শহরে নেওয়ার পর তাদের ওপর শুরু হয় নির্যাতন।

নির্যাতন যখন কঠিন পর্যায়ে চলে যায়, তখন বাধা দেন অপহৃত ব্যক্তিরা। একপর্যায়ে অপহৃত ব্যক্তিরা মূল মানব পাচারকারীর লিবিয়ান ব্যক্তিকে হত্যা করেন। এ ঘটনার খবর চলে যায় নিহত পাচারকারীর স্বজনদের কাছে। তারাসহ অন্য দুষ্কৃতিকারীরা জিম্মিদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসী ঘটনাস্থলেই নিহত হন।

মৃতদেহ দেশটির মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে। অবশিষ্ট বাংলাদেশিরা হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




মেহেরপুরে করোনা উপসর্গে ঢাকা ফেরৎ একজনের মৃত্যু

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে বারিউজ্জামান লিটু (৫২) নামে ঢাকা ফেরৎ একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কোলা গ্রামের তাহের আলীর ছেলে। তিনি ঈদের আগের দিন ঢাকা থেকে মেহেরপুরের নিজ বাড়িতে আসেন। এর পর থেকেই জ্বরে আক্রান্ত হন।

আজ শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বুধবার তিনি জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে গতকাল বৃহস্পতিবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুরে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা। মোখলেসুর রহমান এ তথ্য জানান।

তিনি  জানান, গতকাল বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যেহেতু করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সে হিসেবে করোনা আক্রান্ত লাশ হিসেবে স্বাস্থ্য বিধি মেনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।




মেহেরপুরের গাংনীতে ঝুলন্তাবস্থায় যুবকের লাশ উদ্ধার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার নিশিপুর গ্রামে টকোন মিয়া ( ২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত টকোন নিশিপুর গ্রামের ইফার আলীর ছেলে বুধবার দিবাগত ভোররাতে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার আগে টকোন তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসে, কারো সাথে কোন কথা না বলে তার ঘরে শুয়ে পড়ে টোকন।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠাই নিকট আত্মীয়রা ঘর খুলে দেখে যে সে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাস নিয়ে ঝুলে আছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা।




মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত বাড়ি থেকে মৃত স্ত্রী ও আহত স্বামী উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামুুন্দি বাজার পাড়ায় সুন্দরী খাতুন (৪০) নামের এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে অাহত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বামী রুস্তম আলীকে। বৃহস্পবিার বেলা ১২ টার সময় সুন্দরী খাতুনের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সুন্দরী খাতুন বামুন্দি গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

আহত অবস্থায় স্বামী রুস্তুম আলী কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে রুস্তমের বাড়ি থেকে পচা দুর্ঘন্ধ বের হয়। বেলা বাড়ার সাথে সাথে দুর্গন্ধ বাড়তে থাকে।

স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে গাংনী থানা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে পুলিশ রুস্তমের বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা বদ্ধ অবস্থায় দেখে । গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় স্বামী রুস্তম আলীকে মারাত্মক আহত আবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। মেহেরপুর পুলিশের এসপি সার্কেল মুস্তাফিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন ।

গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। পুলিশ আরো জানায়, বামুন্দির সাইদুর রহমান টেবুর বেশ কয়েকটি পরিত্যাক্ত বাড়ির মধ্যেকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন স্বামী স্ত্রী দু’জনে। বামুন্দি বাজার ঝাড়– দেবার কাজ করে তাদের সংসার চলতো। ঈদের পর তারা আর ঘর থেকে তাদেরকে বাহিরে দেখতে পাইনি কেউ।

রুস্তমের ছেলে ভ্যান চালক শফিরুল ইসলাম বামুন্দিতে অন্য একটি পাড়ায় আলাদা বসবাস করেন। শফিরুল ইসলাম ঈদের দিন তার বাবা মায়ের সাথে খাওয়া দাওয়া করেন বলে জানান শফিরুল। তার পরে আর খোঁজ নেইনি বাবা মায়ের।

ওসি ওবাইদুর রহমান জানায়, মহিলার লাশ ঘরের ভিতর মেঝেতে পড়ে ছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছেনা। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।




দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।




গত ২৪ ঘণ্টায় দেশে ২০২৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।

মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার প্রায়। তবে সাড়ে ২৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।




আপটেডঃ গাংনীতে মৃত স্ত্রীর পাশে আহত স্বামী উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামুুন্দি বাজার পাড়ায় সুন্দরী খাতুন (৪০)নামের এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পবিার বেলা ১২ টার সময় সুন্দরী খাতুনের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সুন্দরী খাতুন বামুন্দি গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

তবে স্বামী রুস্তুম আলী পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে রুস্তমের বাড়ি থেকে পচা দুর্ঘন্ধ বের হয়। বেলা বাড়ার সাথে সাথে দুর্গন্ধ বাড়তে থাকে।

স্থানীয়রা রুস্তমের বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা বদ্ধ অবস্থায় দেখে পুলিশ কে খরব দেয়। খবর পেয়ে গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি ওবাইদুর রহমান জানায়, মহিলার লাশ ঘরের ভিতর মেঝেতে পড়ে ছিল। লাশের ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছেনা। বিস্তারিত জানতে মেহেরপুর প্রতিদিন এ চোখ রাখুন…




মেহেরপুরের গাংনীতে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামুুন্দি বাজার পাড়ায় সুন্দরী খাতুন (৪০)নামের এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পবিার বেলা ১২ টার সময় সুন্দরী খাতুনের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সুন্দরী খাতুন বামুন্দি গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

তবে স্বামী রুস্তুম আলী পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে রুস্তমের বাড়ি থেকে পচা দুর্ঘন্ধ বের হয়। বেলা বাড়ার সাথে সাথে দুর্গন্ধ বাড়তে থাকে।

স্থানীয়রা রুস্তমের বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা বদ্ধ অবস্থায় দেখে পুলিশ কে খরব দেয়। খবর পেয়ে গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি ওবাইদুর রহমান জানায়, মহিলার লাশ ঘরের ভিতর মেঝেতে পড়ে ছিল। লাশের ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছেনা। বিস্তারিত জানতে মেহেরপুর প্রতিদিন এ চোখ রাখুন…