মেহেরপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৭ মে বুধবার এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুরের কালি গাংনী এলাকা থেকে শিশির নামের এক মাদক ব্যবসায়ীকে ২০গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক শিশির সদর উপজেলার শ্যামপুর ডাক্তার পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

অন্যদিকে একইদিনে এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে অভিযান চালিয়ে গাংনী থানার গরিবপুর এলাকা থেকে ৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কিসহ রাজু ও সবুজ আলী নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাজু গাংনীর তেঁতুলবাড়িয়া পশ্চিমপাড়ার ইউনুস আলীর ছেলে ও সবুজ আলী একই গ্রামের চেয়ারম্যানপাড়ার আলী মিয়ার ছেলে।

এছাড়া গত ২৬মে মঙ্গলবার এস আই মোহাম্মদ মেজবাহুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার কুতুবপুর এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ ছামছুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ছামছুল কুতুবপুর বিলপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার জানান, গত মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কিসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী ও সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেপ্র/এমএফআর




সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন

৩১ মে থেকে সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা প্রর্যন্ত চলবে এই গণপরিবহন। তবে অবশ্যই স্বাস্থ্যবিধী মেনে স্বল্প সংখ্যাক যাত্রী নিয়ে এই পরিবহন চলবে।

এর আগে জানানো হয়, ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন গণপ্রশাসন প্রতিমন্ত্রী। আগামীকাল সকালে এবিষয় প্রজ্ঞাপন জারি করা হবে।

অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, রাত আটটা থেকে সকাল ৬টা পর্যন্ত আগের মতো চলাচল সীমিত থাকবে। হাটবাজার দোকানপাট বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সূত্র – বিডি ২৪ লাইভ
মেপ্র/এমএফআর




আপডেট : গাংনীতে ভাইয়ের পর বোন করোনায় আক্রান্ত

মেহেরপুরের গাংনীতে জুলেখা খাতুন (২৫) নামের এক গৃহবধুর করোনা সনাক্ত হয়েছে। বুধবার বিকালে করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। করোনায় আক্রান্ত জুলেখা খাতুন উপজেলার কাজিপুর ইউপির নওদাপাড়া গ্রামের বাসিন্দা।

মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, গত ২৩ মে শনিবার জুলেখা খাতুনের ভাই মহাতাব আলী করোনায় আক্রান্ত হন। এরপর মঙ্গলবার তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে মাহাবতাব আলীর বোন জুলেখা খাতুন করেনায় আক্রান্ত বলে প্রতিবেদন প্রদান করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান,করোনায় আক্রান্ত দুইভাই বোন সুস্থ্য রয়েছে। তাদের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া করোনায় আক্রান্তদের বাড়ি সহ পার্শবর্তী ১০ বাড়ি লকডাউন করা আছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, যে কেউ করোনায় আক্রান্ত হতে পারেন। এটা নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। এছাড়া আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সাথে মানবিক আচরন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে সহায়তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আক্রান্ত পরিবারের নিরাপত্তা সহ সকল বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। আক্রান্ত পরিবারের কোন সমস্য হলে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। এছাড়া পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা সার্বক্ষনিক তাদের সাথে যোগাযোগ করছে।

 




ঈদ আনন্দে মদ পান করে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

ঈদ আনন্দে দিনাজপুরে বিরামপুরে নেশাজাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে নারীসহ ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকজন গুরুত্বর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার ‘পল্লী হোমিও হল’ এর সত্ত্বাধিকারি ডা. আব্দুল মান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার ভোর রাতে বিরামপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহরের হঠাৎপাড়া এলাকার ২ জন মারা যান। দুপুর সাড়ে ৩ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতরা হলেন, বিরামপুর পৌরশহরের মাহমুদপুর এলাকার আনোয়ারুল ইসলামে ছেলে আব্দুল মতিন (২৭), তোজাম্মেল হোসেন এর ছেলে আজিজুল ইসলাম (৩৩) একই এলাকার সুলতান মাহমুদ এর ছেলে মহসিন আলী (৩৮)। হঠাৎপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মঞ্জুয়ারা (৩৫) এবং শহরের ইসলাম পাড়া এলাকায় তাপস কুমার এর ছেলে অমৃত রায়(২৫)।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, জালাল উদ্দিন এর ছেলে আব্দুর সাত্তার (৩৭), শহিদুল ইসলামের ছেলে হৃদয় (২১), গোলাম মোস্তফার ছেলে জার্জেস শাহ (৩৮), আব্দুল আজিজ এর ছেলে সোহেল রানা (৩০)। এরা সবাই বিরামপুর পৌরশহরের মামুদপুর এলাকার বাসিন্দা।

মৃত মহসিন আলীর বাবা সুলতান মাহমুদ বলেন, আমার ছেলে শহরের পরিবহন শ্রমিকের কাজ করত। সে নিয়মিত মদ পান করত। সে ঈদের রাতেও মদ পান করে বাসায় আসলে পরিবারের লোকজন বকাঝকা করে। পরে মঙ্গলবার রাতে এলাকার বেশ কয়েক যুবকের সঙ্গে আবারো সে মদ পান করে বাড়িতে আসে। ভোর রাতে হঠাৎ সে অসুস্থ হলে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শরীরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অসুস্থ সোহেল রানার ভাই মো. হাবিবুর রহমান হাবিব বলেন, এই এলাকার কিছু ছেলে অনেক দিন থেকেই নিয়মিত বিষাক্ত এ্যালকোহল পান করত। মঙ্গলবার রাতে কয়েক বন্ধু মিলে বেশি পরিমানে বিষাক্ত এ্যালকোহল পান করার কারণে একই এলাকার তিনজন মারা যান। গুরুত্বর অসুস্থ রয়েছেন কয়েকজন।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদি বলেন, বুধবার ভোরে বিষাক্ত এ্যালকোহল খেয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় ৫ ব্যক্তি চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এবং বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী-স্ত্রীসহ আরও দুইজন মারা যান।
এদিকে, আজ বিকালে ইসলাম পাড়া এলাকায় অমৃত রায় নামে আরো এক যুবক মারা যান।

বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল বলেন, আমি বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির বলেন, এ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ বিরামপুর উপজেলার ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়া গেলে আসল ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বিষাক্ত এ্যালকোহল খেয়ে মারা গেছেন।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার বলেন, একদিনে ৬ জনের মৃত্যু এটি একটি মর্মান্তিক ঘটনা। এ ঘটনার সন্দেহে এক পল্লী চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




ছুটি আর বাড়ছে না

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস।

বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে।

আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




মেহেরপুরে কিশোরের আত্মহত্যা চেষ্টা

পারিবারিক কলহের জেরে রাব্বি নামের এক কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।

বুধবার বিকালে নিজ বাড়িতে সে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। রাব্বি মেহেরপুর শহরের গড়পাড়ার বুদু মিয়ার ছেলে।

রাব্বির চাচাতো ভাই সাইফুজ্জামান মামুন জানান , বেশ কিছুদিন থেকে বউয়ের সাথে বিরোধ চলছিল৷ এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল। আজ বুধবার দুপুরে সে আবারও বিষপান করে। এ সময় দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মেপ্র/এমএফআর




মেহেরপুরে করোনা ভাইরাসে আরো ১ জন আক্রান্ত

করোনা ভাইরাসে মেহেরপুরে আরো ১টি পজেটিভ রিপোর্ট এসেছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিসে রিপোর্ট এ পজিটিভ রিপোর্ট আসে।

করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৫২ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১ টি পজেটিভ বাকি ৫১ টি নেগেটিভ ।

এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয় । মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৫১ জনের মধ্যে করোনা ভাইরাসের কোন নমুনা পাওয়া যায়নি । এ নিয়ে মেহেরপুর জেলায় ৮শ ৯৬ জনের মধ্যে ১৩ টি পজেটিভ এবং ৫ জন সুস্থ হয়েছে।




কোটচাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে আবুল বাশার মিলন (৫০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গবিন্দপুর স্কুল পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার যশোর জেলার রুপদিয়া গ্রামের আবুল হোসেন চাকলাদারের ছেলে।
সে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের কম্পিউটার আইটি বিভাগে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, আবুল বাশার মিলন মঙ্গলবার দুপুরে খালিশপুর থেকে মোটরসাইকেলযোগে শশুরবাড়ি সুয়াদী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গবিন্দপুর গ্রামে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মিলনের একটি পা গুরতর জখম হয়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল খেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় ভ্যান চালক পলাতক রয়েছে।

 




আম্ফানে ক্ষতিগ্রস্ত গাংনীর ভবানিপুর ইবতেদায়ী মাদ্রাসা

মেহেরপুরের গাংনীতে উপজেলার কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইবতেদায়ী মাদ্রাসা । মাদ্রাসাটি স্বীকৃতি প্রাপ্ত হয় ১৯৯০ সালে । বর্তমানে দেড় শতাধিক ছাত্রছাত্রী ও ৭ জন শিক্ষক রয়েছে । দীর্ঘদিন মাদ্রাসাটি এলাকার একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হলেও সরকারী কোন সুবিধা পায়নি । বছরের পর বছর কষ্ট করে মাদ্রাসাটি চালু রেখে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে চলেছে । আম্ফানের ভয়াল থাবায় মাদ্রাসার অফিস ও ক্লাস রুমের টিন লন্ডভন্ড হয়ে গেছে ।

প্রায় সকল শ্রেনী কক্ষের ছাউনির টিন উড়ে গেছে। ও নষ্ট হয়ে গেছে মাদ্রাস আসবাপত্রসহ শিক্ষা উপকরণ ।আর্থিক অনটনে শিক্ষকদের পক্ষ আর সম্ভব হয়নি মেরামত করার । করোনার থাবায় দেশের মানুষ যখন কর্মহীন সেই সময় আবার আম্ফানের এই দুর্যোগ ।

সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আর্থিক সহায়তা দিয়ে মাদ্রাসা শিক্ষা প্রষ্ঠিানটিকে মেরামতের দাবী স্থানীয় ব্যাক্তি ও শিক্ষার্থীদের। মাদ্রাসার ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে মাদ্রাসাটি সচল রাখলে এলাকার হাজার হাজার শিক্ষার্থী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,মাদ্রাসাটির ক্ষয়ক্ষতির কথা আমাকে মৌখিক ভাবে জাননো হয়েছে। তবে লিখিত আবেদন করার পরামর্শ দিয়েছি। মাদ্রাসাটি মেরামতের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।




মেহেরপুরের পিরোজপুরে দু-পক্ষের সংঘর্ষে দুজন আহত

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২জন আহত হয়েছে। আহতরা হলেন পিরোজপুর গ্রামের জয়নাল এর ছেলে রনি(১৬) ও একই গ্রামের নায়েব বিশ্বাস এর ছেলে বাঘা(৩৫)। এর মধ্যে বাঘার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে। বুধবার সকালে পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, পিরোজপুর গ্রামের সোহেল, বাবলু, সাকিবুর রহমান, জনি, মোতালেব ও হামিদুল।

স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম ও একই গ্রামের তবিরউদ্দিন বিশ্বাসের ছেলে জুয়েলসহ কয়েকজনের সাথে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সুত্র ধরে গত মঙ্গলবার ঈদের পরদিন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে রনি নামের একজন তরুনকে মারধর করে আজহার বিশ্বাসের ছেলে লালনসহ কয়েকজন। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে তবিরউদ্দিনের ছেলে জুয়েল, জিয়া, আজহার বিশ্বাসের ছেলে লালন বিশ্বাস, সাধন বিশ্বাস, ছহির উদ্দিন বিশ্বাসের ছেলে কালুসহ কয়েকজন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামের বাড়িতে হামলা চালায়। পরে আব্দুস সালামের পক্ষে মিনাজ বিশ্বাস এর ছেলে আলাউদ্দিন, জালাল ও তার ভাগ্নে সাইফুলসহ কয়েকজন পাল্টা হামলা চালায়। এতে বাঘা নামের একজনকে কুপিয়ে জখম করে সালামের পক্ষের লোকজন। পরে মেহেরপুর সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস মোবাইল ফোনে জানান, আমি দির্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সামনে ইউপি নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। আমার বিপরীত গ্রুপ এটা মেনে নিতে পারেনা । তাই মাঝে মধ্যেই তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়।

পিরোজপুর ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ডাবলু জানান, দু-গ্রুপের বিরোধ অনেক দিনের। রাজনৈতিক প্রতিহিংসার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে গ্রামে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, পূর্ব বিরোধের জের ধরে পিরোজপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এঘটনায় প্রাথমিকভাবে ৬ জন কে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

মেপ্র/এমএফআর