আম্ফানে ক্ষতিগ্রস্ত গাংনীর ভবানিপুর ইবতেদায়ী মাদ্রাসা

মেহেরপুরের গাংনীতে উপজেলার কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইবতেদায়ী মাদ্রাসা । মাদ্রাসাটি স্বীকৃতি প্রাপ্ত হয় ১৯৯০ সালে । বর্তমানে দেড় শতাধিক ছাত্রছাত্রী ও ৭ জন শিক্ষক রয়েছে । দীর্ঘদিন মাদ্রাসাটি এলাকার একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হলেও সরকারী কোন সুবিধা পায়নি । বছরের পর বছর কষ্ট করে মাদ্রাসাটি চালু রেখে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে চলেছে । আম্ফানের ভয়াল থাবায় মাদ্রাসার অফিস ও ক্লাস রুমের টিন লন্ডভন্ড হয়ে গেছে ।

প্রায় সকল শ্রেনী কক্ষের ছাউনির টিন উড়ে গেছে। ও নষ্ট হয়ে গেছে মাদ্রাস আসবাপত্রসহ শিক্ষা উপকরণ ।আর্থিক অনটনে শিক্ষকদের পক্ষ আর সম্ভব হয়নি মেরামত করার । করোনার থাবায় দেশের মানুষ যখন কর্মহীন সেই সময় আবার আম্ফানের এই দুর্যোগ ।

সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আর্থিক সহায়তা দিয়ে মাদ্রাসা শিক্ষা প্রষ্ঠিানটিকে মেরামতের দাবী স্থানীয় ব্যাক্তি ও শিক্ষার্থীদের। মাদ্রাসার ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে মাদ্রাসাটি সচল রাখলে এলাকার হাজার হাজার শিক্ষার্থী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,মাদ্রাসাটির ক্ষয়ক্ষতির কথা আমাকে মৌখিক ভাবে জাননো হয়েছে। তবে লিখিত আবেদন করার পরামর্শ দিয়েছি। মাদ্রাসাটি মেরামতের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।




মেহেরপুরের পিরোজপুরে দু-পক্ষের সংঘর্ষে দুজন আহত

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২জন আহত হয়েছে। আহতরা হলেন পিরোজপুর গ্রামের জয়নাল এর ছেলে রনি(১৬) ও একই গ্রামের নায়েব বিশ্বাস এর ছেলে বাঘা(৩৫)। এর মধ্যে বাঘার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে। বুধবার সকালে পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, পিরোজপুর গ্রামের সোহেল, বাবলু, সাকিবুর রহমান, জনি, মোতালেব ও হামিদুল।

স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম ও একই গ্রামের তবিরউদ্দিন বিশ্বাসের ছেলে জুয়েলসহ কয়েকজনের সাথে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সুত্র ধরে গত মঙ্গলবার ঈদের পরদিন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে রনি নামের একজন তরুনকে মারধর করে আজহার বিশ্বাসের ছেলে লালনসহ কয়েকজন। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে তবিরউদ্দিনের ছেলে জুয়েল, জিয়া, আজহার বিশ্বাসের ছেলে লালন বিশ্বাস, সাধন বিশ্বাস, ছহির উদ্দিন বিশ্বাসের ছেলে কালুসহ কয়েকজন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামের বাড়িতে হামলা চালায়। পরে আব্দুস সালামের পক্ষে মিনাজ বিশ্বাস এর ছেলে আলাউদ্দিন, জালাল ও তার ভাগ্নে সাইফুলসহ কয়েকজন পাল্টা হামলা চালায়। এতে বাঘা নামের একজনকে কুপিয়ে জখম করে সালামের পক্ষের লোকজন। পরে মেহেরপুর সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস মোবাইল ফোনে জানান, আমি দির্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সামনে ইউপি নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। আমার বিপরীত গ্রুপ এটা মেনে নিতে পারেনা । তাই মাঝে মধ্যেই তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়।

পিরোজপুর ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ডাবলু জানান, দু-গ্রুপের বিরোধ অনেক দিনের। রাজনৈতিক প্রতিহিংসার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে গ্রামে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, পূর্ব বিরোধের জের ধরে পিরোজপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এঘটনায় প্রাথমিকভাবে ৬ জন কে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

মেপ্র/এমএফআর




আরও ২২ কোভিড রোগীর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

এই সময়ে ১ হাজার ৫৪১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩৮ হাজার ২৯২ জন এবং মারা গেলেন ৫৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

‘এর মধ্যে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২ জন। এর মধ্যে ২০ জন
পুরুষ ও ২ জন নারী।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৭০ শতাংশ ও মৃত্যুর হার ১.৪২ শতাংশ।

ডা. নাসিমা আরও জানা, বয়স বিশ্লেষণে ০-১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৭ জন এবং ৭১-৮০ বছরের একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১০ জন ও সিলেটে ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২১ জন ও বাসায় একজন মারা গেছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে ঢাকা জেলায় ৩ জন, মুন্সীগঞ্জে একজন, নরসিংদীতে একজন, চট্টগ্রাম জেলায় ২ জন, নোয়াখালীতে ২ জন, কুমিল্লায় ২ জন, কক্সবাজারে একজন, চাঁদপুরে ২ জন, সিলেট জেলায় একজন ও মৌলভীবাজারে একজন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।




এবার ঢাকা ফেরার পালা, পাটুরিয়া ঘাটে বাড়ছে ভিড়

ঈদ শেষে ফের ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে গণপরিবহণ। বাধ্য হয়ে লোকজন রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, ট্রাকে রাজধানীমুখী হচ্ছেন।

গণপরিপরিবহণ বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ লোকজনের। বেশীর ভাগ যাত্রীকে ভেঙ্গে ভেঙ্গে পথ পাড়ি দিতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি’র ভারপ্রাপ্ত ডিজিএম, মো. জিল্লুর রহমান জানান, এই নৗেরুটে ফেরির কোন সমস্যা নেই। গণপরিবহন বন্ধ থাকার কারণে গাড়ির চাপ কম। ৭টি ফেরি দিয়ে জরুরী পণ্যবাহী ট্রাক, লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যাত্রীরা পারাপার হচ্ছে। সুত্র-বাংলাদেশ প্রতিদিন




বিতর্কিত জাতীয় সঙ্গীত বিল উত্থাপন, ফের উত্তপ্ত হংকং

বিতর্কিত জাতীয় সঙ্গীত বিলের বিরুদ্ধে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। বুধবার হংকং’র আইন সভায় এই বিলটি দ্বিতীয়বারের মতো উত্থাপনের করা হয়।

বিতর্কিত বিলে বলা হয়েছে, চীনের জাতীয় সংগীত অবমাননাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে। এছাড়া এই বিল পাস হলে হংকং’র স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও বাধ্যতামূলক চীনের জাতীয় সংগীত গাইতে হবে।

হংকং’র স্থানীয় সময় সকাল ১১টায় আইন সভায় জাতীয় সঙ্গীতের এই বিতর্কিত বিলটি উত্থাপন করা হয়।
এদিকে এই বিল উত্থাপনকে কেন্দ্র করে আগেই রাজপথ দখলের হুমকি দিয়েছিলেন আন্দোলনকারীরা। হংকং’র আইন সভার বাইরেও বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে হংকং’র আইন সভার বাইরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চ্যাং নামের ২৯ বছর বয়সী এক আন্দোলনকারী জানায়, যদিও আপনার মনের ভেতর ভয় আছে তবুও আপনাকে বলতে হবে।

এদিকে হংকংয়ে এখন পর্যন্ত ১৬ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। সুত্র-বাংলাদেশ প্রতিদিন




মাস্ক পরে বোলিংয়ের প্রস্তাব!

মহামারী করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে আছেন ক্রিকেটাররা। এমনকি অনুশীলনও করতে পারছেন না তারা।

তবে দেশে দেশে লকডাউন শিথিল হতে থাকায় মাঠে ক্রিকেটের বল শিগগিরই গড়াবে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।

এদিকে মাঠে ক্রিকেট ফিরলেও যেন খেলোয়াড়রা যেন করোনা ঝুঁকিতে না পড়ে সেজন্য বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। প্রশ্ন উঠেছে, মাঠে কি বোলারদের এ নতুন নিয়ম মনে থাকবে?

এ সমস্যার সমাধানে একটি প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। যদিও তার সেই প্রস্তাব অনেকের কাছেই অদ্ভুত আর হাস্যকর বলে হয়েছে।

মিসবাহ-উল হক বলেছেন, বলে থুতু লাগানো বোলারদের চিরাচরিত অভ্যাস, যা হঠাৎ করে বন্ধ করা মুশকিল। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। কিন্তু এরই মধ্যে করোনা সংক্রমণ ঘটে যেতে পারে। তাই আমি চাই, বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। এতে করে তারা চাইলেও থুতু ব্যবহার করতে পারবেন না। আর মাস্ক ব্যবহার করা মানে করোনা থেকে সুরক্ষা।

মিসবাহ যোগ করেন, মাস্ক পরে খেলাটা সত্যি কষ্টকর হবে খেলোয়াড়দের জন্য। কিন্তু তাদের ভাবতে হবে যত দ্রুত সম্ভব আমাদের খেলায় ফিরতে হবে এবং তা অবশ্যই হতে হবে খুব সতর্কতার সঙ্গে। তাদেরকে এটা মেনেই মাঠে নামতে হবে যে, করোনার কারণে আগের সেই পরিস্থিতি নেই।

মিসবাহের এই প্রস্তাবকে হাস্যকর বলে মনে হলেও এখনও উড়িয়ে দিতে পারেননি কেউ।

তথ্যসূত্র: দ্য হিন্দু, ক্রিকেট এডিক্টর




রান্নায় কোন তেল ব্যবহার স্বাস্থ্যের জন্য ভালো

খাবার রান্নার জন্য আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি। এসব তেলের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেরই জানা নেই। আমরা কি জানি রান্নায় কোন তেল স্বাস্থ্যের জন্য ভালো?

সাধারণ তেলের চাইতে অলিভ অয়েল, তিলের তেল বা সরিষার তেল দিয়ে রান্না করতে পারলে ভালো। এসব তেল খাবারের পুষ্টিগুণ বজায় রাখে।

মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে তিলের তেল ও অলিভ অয়েল। এসব তেলে ‘ব্যাড ফ্যাটে’র পরিমাণ অনেক কম। ‘ব্যাড ফ্যাট’ যত কম তা স্বাস্থ্যের জন্য ভালো।

রিফাইনড অয়েলের চেয়ে অলিভ অয়েল, সরিষার তেল ও তিলের তেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক কম।

তেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি হলে তা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে হার্টের সমস্যা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা শুরু হয়।

সাধারণ তেলের তুলনায় অলিভ অয়েল বা তিলের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে। ফলে এই তেল হার্টের জন্য ভালো।

প্রতিদিনের রান্নায় এই তেল ব্যবহার করতে পারেন। তবে কোনো তেলই অতিরিক্ত ব্যবহার করা যাবে না। রান্নায় পরিমিত তেল ব্যবহার স্বাস্থ্য ভালো রাখবে।

তথ্য: রিডার্স ডাইজেস্ট




দেশের প্রথম ডিজিটাল কৃষি মার্কেট পোর্টাল ‘ফুড ফর নেশন’

কৃষিপণ্য উৎপাদক ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ ঘটাতে যাত্রা শুরু করল ‘ফুড ফর নেশন’। এই পোর্টাল ইন্টারনেটে বাংলাদেশের প্রথম উন্মুক্ত কৃষি মার্কেটপ্লেস। এর লক্ষ্য দেশের খাদ্যশস্য ও কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জরুরি অবস্থায় খাদ্য সরবরাহ শৃঙ্খলা অব্যাহত রাখা।

শনিবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারি এই পোর্টাল উদ্বোধন করেন। উদ্বোধনকালে করোনা পরিস্থিতিতে কৃষিপণ্যের বাজারজাত করণে সমস্যার করা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, মহামারী করোনায় কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারছেন না। আবার বিক্রি করে অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্যও পাচ্ছেন না।

এ অবস্থায়, প্রান্তিক কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পেতে পারে এবং সেই সঙ্গে ভোক্তারা যাতে তাদের চাহিদা মোতাবেক সহজে, স্বল্প সময়ে এবং সঠিক মূল্যে প্রয়োজনীয় খাদ্যশস্য ও কৃষিপণ্য পেতে পারে, সে লক্ষ্যে ‘ফুড ফর নেশন’ প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এটি কৃষিপণ্যের ডিজিটাল ওপেন প্ল্যাটফর্ম। যা উৎপাদনকারী, পরিবেশক ও ক্রেতা বিক্রেতার সঙ্গে সেতুবন্ধন তৈরি করবে। এতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। ‘ফুড ফর নেশন’প্ল্যাটফর্মে নিরাপদ পণ্য পৌঁছে দেয়ার জন্য ১২ হাজার স্বেচ্ছাসেবী সংযুক্ত আছে বলে জানান তিনি।

জানা গেছে, ‘ফুড ফর নেশন’ সম্পূর্ণ ফ্রি প্লাটফর্ম। এর ব্যবহার করে বিনামূল্যে ক্রয়-বিক্রয় বা বিজ্ঞাপন দেয়া যাবে। সহজ ও মোবাইল বান্ধব ইন্টারফেসের এ প্লাটফর্মে ক্রেতা-বিক্রেতা নিবন্ধন করে কৃষি জাতীয় সব ভোগ্য ফসল বা সবজির ক্যাটাগরি নির্বাচন করে বিজ্ঞাপন দিতে পারবে, কিনতে পারবে।

এছাড়া স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এখানে যুক্ত সব ধরনের ক্রেতা- বিক্রেতার প্রোফাইলে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে শাকসবজিসহ সকল কৃষিপণ্য ক্রয় বা তথ্য সংগ্রহ করতে পারবে।

পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ ক্রেতা এবং বিক্রেতা তাদের সুবিধামতো মাধ্যম নির্বাচন করে লেনদেন করবেন। পরিবহনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা নিজে দরদাম করে ব্যবস্থা করতে পারে অথবা একশপ ফুলফিলমেন্ট সেবাটি গ্রহণ করতে পারবে।

এছাড়া এটিতে কৃষি ব্যবসায়ীদের ডেটাবেইস, ফসল ও কৃষিপণ্যের দৈনিক বাজার দর এবং সহযোগিতার জন্য কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগ নম্বর থাকবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




আগামী পাঁচ দিন বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচদিন বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে বজ্রসহ বৃষ্টিপাতের এই সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী দুইদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আজ সকাল হয়েই রাত নেমে আসে ঢাকার আকাশে। বুধবার রাতভর বৃষ্টি শেষে ভোরের আলো ফোটার পরই আবার কালো মেঘে রাত নেমে আসে রাজধানীর বুকে। বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কেপে উঠে রাজধানীবাসী।
ভোরে রাজধানীতে তীব্র কালবৈশাখী ঝড়ে নিম্ন আয়ের এবং ফুটপাথে থাকা মানুষগুলোকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




সীমান্তে উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীকে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিতে বললেন চীনের প্রেসিডেন্ট

‘যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে’, চীনের সেনাবাহিনীকে এমনটাই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একদিকে যখন মহামারি গ্রাস করছে গোটা পৃথিবীকে, তার মধ্যেই এমনটা বললেন তিনি।

চীনা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন যাতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা হয়। দেশকে সুরক্ষা দিতে সবরকমভাবে প্রস্তুত থাকতেও বলেন তিনি।

একদিকে ভরতের সঙ্গে সীমান্তে সংঘাত চলছে। অন্তত ১০০ তাঁবু বানিয়ে লাদাখের কাছে ঘাঁটি গেড়েছে চীনের সেনা। অন্যদিকে, ভাইরাস নিয়ে আমেরিকার সঙ্গে বাকযুদ্ধ তুঙ্গে। এছাড়া হংকংয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট।
চীনের কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে চীনের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার শিপইয়ার্ড ছেড়ে বের হচ্ছে। যদিও ওই ছবি বা ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি, তবে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই শি জিনপিং এমন বার্তা দেয়ার চাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিকে, চীন সীমান্তে পরিস্থিতি থমথমে। মঙ্গলবার এই বিষয়ে নয়া দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট দফতরের শীর্ষ কর্মকর্তারা। ছিলেন তিন সেনার প্রধানরা। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও অংশ নেন বৈঠকে। আরও একটি পৃথক বৈঠকে বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ৫ মে থেকেই লাদাখে ভারত-চীন সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীন সেনার সংঘর্ষ হয়৷এরপর ৯ মে সিকিমের নাকু লা-য় মুখোমুখি সংঘর্ষে জড়ায় ভারত ও চীন সেনা৷সূত্র: কলকাতা২৪, নিউজ এইট্টিন